বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

কর্তৃপক্ষ ফোনগুলো নিরাপদে রাখবে

স্মার্টফোন নিষিদ্ধ : নিজস্ব  নিয়মে চলবে প্রতিটি স্কুল

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২০:০৩, ২৫ জুলাই ২০২৫

স্মার্টফোন নিষিদ্ধ : নিজস্ব  নিয়মে চলবে প্রতিটি স্কুল

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে ক্লাস চলাকালে স্মার্টফোনগুলো কিভাবে রাখা হবে, সে ব্যাপারে প্রতিটি স্কুলের নিজস্ব ব্যবস্থাপনা থাকবে বলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ছয় সপ্তাহের মধ্যে এই পাবলিক স্কুলে ক্লাস চলাকালে স্মার্টফোন নিষিদ্ধ হওয়ার নিয়ম কার্যকর হচ্ছে।
দি প্যানেল অব এডুকেশনাল পলিসি জানিয়েছে, স্কুলগুলো কোন নিয়মে স্মার্টফোনের ব্যবহার বন্ধ করবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাবে। স্কুলগুলো তাদের প্রয়োজনের আলোকে সিদ্ধান্ত নেবে।

নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসের সিকিউরিটি ডিরেক্টর মার্ক রামপারসেন্ট বলেন, ‘ক্লাস চলাকালে সেলফোনগুলো স্টোর করার মূল পদ্ধতি রয়েছে দুটি।’
তিনি বলেন, এর একটি হলো ইয়োন্ডরের মতো কোম্পানির পাউস ব্যবহার করা। এতে ক্লাস শুরুর আগে কোনো স্কুল স্টাফের উপস্থিতিতে শিক্ষার্থীরা তাদের ফোন পাউসে লক করে সেটিকে তাদের ব্যাগে রাখবে। এতে করে ফোনগুলো ব্যবহার করা যাবে না। স্কুল শেষ হলে শিক্ষার্থীরা নিজ নিজ ফোন সেখান থেকে বের করে নেবে।
ইয়োন্ডার সিস্টেমের জন্য প্রতিটি ছাত্রের ৩০ ডলার পর্যন্ত ব্যয় করতে হবে। 
আরেক পদ্ধতিতে স্কুলই ফোনগুলো সংগ্রহ করে নিরাপদ হেফাজতে রাখবে। স্কুল শেষ হলে শিক্ষার্থীরা সেগুলো ফেরত পাবে।
রামপারসেন্ট বলেন, কোন স্কুল কোন পদ্ধতি ব্যবহার করবে, সে ব্যাপারে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে।  কেবল একটি বিষয় নিশ্চিত করতে হবে যে শিক্ষার্থীদের হাতে কোনো ফোন থাকতে পারবে না।
স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করাটা গভর্নর ক্যাথি হোকুলের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি মনে করেন, স্মার্টফোন, এবং বিশেষ করে সামাজিক মাধ্যম শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 
শিক্ষাবিদেরা জানিয়েছেন, ক্লাস রুমে ফোন ব্যবহারের ফলে শিক্ষার্থীদের মনোযোগের ব্যাঘাতই ঘটে না, সেইসাথে তারা সেগুলো ব্যবহার করে অন্যদের বিবাদেও মত্ত থাকে।
রামপারসেন্ট বলেন, শিক্ষার্থীরা নানা ফন্দি বের করে স্মার্টফোন বাগিয়ে নিতে পারে। এ ব্যাপারে স্কুল প্রশাসনকে খুবই সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, কোনো শিক্ষার্থী যদি তার ব্যাগের মধ্যে ইয়োন্ডর পাউসে রাখা ফোনটি কোনোভাবে বের করে ফেলে, তবে কর্তৃপক্ষকে ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সে যাতে আর তার ব্যাগে ইয়োন্ডর পাউস না রাখতে পারে, তা নিশ্চিত করতে হবে।
 

শেয়ার করুন: