
ছবি: সংগৃহীত
কয়েক লাখ ডলার দামের প্রায় দুই হাজার ওয়ার্ক বুট এবং ¯িœকার চুরি করার অভিযোগে অ্যামাজনের সাবেক এক কর্মীকে ব্রুকলিনে তার বাসার বাইরে থেকে গ্রেফতার করা হয়েছে।
আশরাফ মোহাম্মদ নামের ৩৩ বছর বয়স্ক ওই ব্যক্তির বিরুদ্ধে এ ব্যাপারে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
আশরাফ ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ম্যাসপেথের গ্র্যান্ড অ্যাভেনিউয়ের অ্যামাজন স্থাপনায় কাজ করতেন। বরখাস্ত করার আগে পর্যন্ত তিনি নতুন ড্রাইভারদের প্রশিক্ষণ প্রদান এবং নতুন কর্মীদের জাতীয় ডাটাবেজে প্রবেশের ব্যবস্থা করতেন বলে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জানিয়েছেন।
অভিযোগে জানা গেছে, তিনি কর্মীদের অজ্ঞাতসারে নতুন কর্মীদের নামে অ্যাকাউন্ট খুলে জুতা নিয়ে সেগুলো অনলাইনে বিক্রি করতেন।
তিনি ২০২২ সালের ১২ নভেম্বর থেকে ২০২৩ সালের ৯ জুন পর্যন্ত অ্যামাজনের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জাপোসে ১,৮৩৮টি নতুন অ্যাকাউন্ট খুলেছিলেন।
এই কর্মসূচির আওতায় কর্মীদেরকে কাজের জন্য বিনামূল্যে ওয়ার্ক বুট কিংবা ¯িœকার দেওয়া হতো।
জানা গেছে, আশরাফের বাড়ির ঠিকানায় মোট ৭৯ জোড়া জুতা সরবরাহ করা হয়েছে। আর তার ভাইয়ের কুইন্সের ঠিকানায় পাঠানো হয়েছে আরো ১,৭৫৯ জোড়া জুতা।
তিনি এসব জুতা টিম্বারল্যান্ড, ড. মারটেন্স, ওলভারিন, কারহ্যার্ট, নিউ ব্যালেন্স ও ব্রুকসসহ বিভিন্ন ব্র্যান্ডের জুতা বিক্রি করেছেন।
আগামী ১৬ সেপ্টেম্বর তাকে আবার আদালতে হাজির হতে হবে। দোষী সাব্যস্ত হলে তার ৫ থেকে ১৫ বছর পর্যন্ত কারাদ- হতে পারে।