
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত জানিয়েছে, বার্থরাইট নাগরিকত্ব বা জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশটি সংবিধানের পরিপন্থী। নাইনথ সার্কিটের আপিল আদালতের তিন বিচারপতির দুই জন ৪৮ পৃষ্ঠার রায়ে বলেন যে, ট্রাম্পের নির্বাহী আদেশটি যুক্তরাষ্ট্র এবং এর আওতাভুক্ত এলাকায় জন্মগ্রহণকারী সকল ব্যক্তিকে নাগরিকত্ব প্রদানের ১৪তম সংশোধনীর সুস্পষ্ট ভাষার বরখেলাপ।
সংবিধানে বার্থরাইট সিটিজেনশিপের যে অধিকারের কথা বলা হয়েছে, তা অবৈধ অভিবাসীদের জন্য কিংবা মা যুক্তরাষ্ট্রের নাগরিক কিন্তু বাবা (তিনি হতে পারেন পর্যটক, ছাত্র, সাময়িক শ্রমিক ইত্যাদি) অবৈধ অভিবাসী হলে তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে সরকারি কর্মকর্তারা যে বক্তব্য দিয়েছেন, তা খারিজ করে দিয়েছেন বিচারপতিরা।
ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ওই নির্বাহী আশেটি জারি করেছিলেন। তবে অনেক ব্যক্তি, রাজ্য ও সংগঠন এই আদেশের বিরুদ্ধে অনেকগুলো মামলা দায়ের করে। ট্রাম্প প্রশাসনও এসব মামলার বিরুদ্ধে আপিল করে।
ট্রাম্পের আদেশ খারিজকারী দুই বিচারপতিই বিল ক্লিনটনের আমলে নিযুক্ত হয়েছিলেন। আর যে বিচারপতি বিপক্ষে রায় দিয়েছেন, তাকে নিয়োগ করেছেন ট্রাম্প।