শনিবার, ২৭ জুলাই ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্কে বড় অপরাধ কমেছে মাত্র ৩ ভাগ

নবযুগ ডেস্ক 

প্রকাশিত: ০০:৩৪, ৩ ফেব্রুয়ারি ২০২৪

নিউইয়র্কে বড় অপরাধ কমেছে মাত্র ৩ ভাগ

প্রতিকী ছবি

নিউইয়র্ক সিটিতে গত অর্থবছরের প্রথম চার মাসে খুন, গোলাগুলিসহ বড় অপরাধ কমেছে বলে মেয়রের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে দেখা যায় যে, সাতটি প্রধান শ্রেণীতে অপরাধ কমেছে প্রায় ৩ ভাগ। গত বছরের জুলাই থেকে অক্টোবরে অপরাধ যেখানে ছিল ৪৫,৭৩৮টি, সেখানে এবারের একই সময়ে হয়েছে ৪৪,৪৪৭টি।

মেয়র এরিক অ্যাডামস এ প্রসঙ্গে বলেন, ‘২৪ মাস আগে আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, তখনই জননিরাপত্তা নিয়ে আমাদের পরিষ্কার অবস্থান ছিল। আমরা আমাদের অর্থনীতিকে পুনর্গঠন করা, আমাদের শহরকে আরো বাসযোগ্য করার পরিকল্পনা ছিল আমাদের।’
তিনি বলেন, ‘গত দুই বছরে আমরা কেবল অপরাধই কমাইনি, সেইসাথে নিউইয়র্কবাসী এখন নিজেদের আগের চেয়ে নিরাপদ ভাবছে। তবে তথ্যে দেখা যাচ্ছে যে আমরা সুস্পষ্টভাবে আমাদের প্রতিশ্রুতি রক্ষা করে চলেছি।’

আলোচ্য সময়ে বিগ অ্যাপেলে ১২৩টি হত্যাকা- ঘটেছে। আগের বছর তা ছিল ১৫৫টি। অর্থাৎ এই শ্রেণীতে অপরাধ করেছে ২১ ভাগ।
গত কয়েক মাসে খুন কমলেও ডাকাতি, চুরি, ছিঁচকে চুরি ইত্যাদি বছরের হিসাবে বাড়লেও ওই চার মাসে কমার প্রবণতা দেখাচ্ছে।
নিউইয়র্ক সিটি পার্কস কমিশনার সু ডোনোগু বলেন, নগরীতে অপরাধ কমাটা এখানকার অধিবাসীদের জন্য উন্নত জীবনের ইঙ্গিত দিচ্ছে।
আর মেয়র এরিক অ্যাডামস বলেন, নিউ ইয়র্কের বাসিন্দারা বেশি বেশি করে সাবওয়ে ব্যবহার করছে। আমরা আবার মহামারি-পূর্ব রাইডারশিপের সর্বোচ্চ অবস্থায় ফিরছি। তবে আমাদের আরো কিছু করতে হবে।

শেয়ার করুন: