শনিবার, ২৭ জুলাই ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ইহুদিকে প্রহার তৃতীয়জনকে ৩ বছরের জেল

নবযুগ ডেস্ক 

প্রকাশিত: ০০:২৫, ৩ ফেব্রুয়ারি ২০২৪

ইহুদিকে প্রহার তৃতীয়জনকে ৩ বছরের জেল

প্রতিকী ছবি

মিডটাউনে প্রায় তিন বছর আগে এক ইহুদিকে প্রহার করার অভিযোগে তৃতীয় ব্যক্তিকে তিন বছরের কারাদ- দেওয়া হয়েছে। অ্যান্টিসেমিটিজম রোধে নিউ ইয়র্কের রাজনীতিবিদরা কিছুই করছেন না- প্রহারের শিকার ব্যক্তির এমন অভিযোগের প্রেক্ষাপটে মোহাম্মদ সাইদ উসমানকে (২৯) এই সাজা দেওয়া হলো।

ওই রায়ের পর প্রহারের শিকার যোশেফ বরজেন (২৯) নিউ ইয়র্ক সিটিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ করার অনুমতি প্রদান করার জন্য রাজ্যের রাজনীতিবিদদের তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, ‘তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না? তারা প্রকাশ্যে আইন লঙ্ঘন করছে।’
তিনি বলেন, ‘মেয়র অ্যাডামস, গভর্নর হোকুল, আমার কংগ্রেসম্যান জেরি নাদলার (আমি ফোন করা করা সত্ত্বেও তিনি আমাকে ব্লক করেছেন)- কোথায় আপনারা? আপনারা কী করছেন/ আমি বুঝতে পারছি না।’
তিনি বলেন, ‘ইহুদিরা তাদের ধর্মীয় টুপি পরে পরিবারের সাথে বাইরে যেতে ভয় পাচ্ছে। এটা ঠিক নয়। এটা যৌক্তিক নয়।’
বরজেনকে প্রহার করার অভিযোগে যে তিনজনকে শাস্তি দেওয়া হয়েছে, তারা হলেন সাইদ উসমান, মোহাম্মদ মুসা (২৫) ও মোহাম্মদ উসমান।

ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগস এক বিবৃতিতে বলেন, ¯্রফে ধর্মের কারণে বরগনকে প্রহার করা হয়েছিল। ২০২১ সালের ২০ মে সন্ধ্যা ৭টার দিকে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভের সময় তাকে প্রহার করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে।

শেয়ার করুন: