ফাইল ছবি
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠিত হয়েছিলো বলে দাবি করেছেন দলটির যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃন্দ। গত শনিবার এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরি চান্দু পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, সাবেক কমিশনার মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি জসিম চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম, কোষাধক্ষ্য জিএম ইলিয়াস, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মীর জাকির, যুব বিষয়ক সম্পাদক শফিউল আলম, মহিলা সম্পাদিকা জেসমিন আক্তার চৌধুরী প্রমুখ।
পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ ছিলেন গণতন্ত্রেও রূপকার, তার নয় বছরের শাসনামলে তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রশাসনকে বিকেন্দ্রী করণ করে নতুন নতুন জেলা, থানাকে উপজেলা, প্রত্যেক উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কমপ্লেক্স, বিচার বিভাগ, বিকেন্দ্রী করণ করে চারটি ডিভিশন এ চারটি হাইকোর্ট ডিভিশন ব্রাঞ্চ স্থাপন করা হয়। তিনি উপজেলা গঠন করে মানুষের দোর গোড়ায় সেবা পৌঁছে দিয়েছিলেন। তিনি বাংলার কৃষক, গরীব মেহনতি মানুষের সেবায় অসংখ্য উদ্যোগ বাস্তবায়ন করেছেন।