শনিবার, ২৭ জুলাই ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

টিকা নেওয়ার আহ্বান নিউইয়র্কে আবার কোভিড-১৯ হানা দিয়েছে

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৮, ১৫ সেপ্টেম্বর ২০২৩

টিকা নেওয়ার আহ্বান নিউইয়র্কে আবার কোভিড-১৯ হানা দিয়েছে

টিকা নেওয়ার আহ্বান নিউইয়র্কে আবার কোভিড-১৯ হানা দিয়েছে

নিউইয়র্কে আবার কোভিড-১৯ হানা দিয়েছে। এই প্রেক্ষাপটে করোনাভাইরাসের নতুন টিকাটি গ্রহণ করার জন্য নিউইয়র্কবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল।

গভর্নর ছয় মাস বা তার বেশি বয়সী সবাইকে শীতের আগেই নতুন টিকা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

গভর্নর জোর দিয়ে বলেন যে নতুন ধরণটির সাথে মিল রেখেই নতুন টিকা উদ্ভাবন করা হয়েছে।

সিডিসি জানিয়েছে, করোনাভাইরাসের নতুন যে ধরণটি ছড়িয়ে পড়ছে, তার ৯০ ভাগের বেশিই এই টিকায় প্রতিরোধযোগ্য।

গভর্নর এক ব্রিফিংয়ে বলেন, অতীতে টিকা গ্রহণ করায় আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। তবে আগের টিকায় এখন সুরক্ষা পাওয়া যাবে না। এখন নতুন করে টিকা নিতে হবে। নিজেকে এবং আশপাশের সবাইকে সুরক্ষিত করার এটাই সর্বোত্তম পন্থা।

তিনি বলেন, ‘আমরা ২০২০ সাল থেকে কাজ করছি। এখন থেমে যাওয়ার কোনো কারণ নেই। আর আপনি কেবল নিজেকে নিয়ে ভাববেন না। কারণ অনেক লোক আক্রান্ত হয়েছে।

নতুন ২০২৩-২৪ টিকাটি কয়েক দিনের মধ্যেই ফার্মেসি চিকিৎসকদের কার্যালয়ে পাওয়া যাবে। অন্যান্য স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রেও এই টিকা সুলভ হবে। ফেডারেল ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইতোপূর্বে এই টিকার ছাড়পত্র দিয়েছে।

শেয়ার করুন: