শনিবার, ২৭ জুলাই ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিম্মির অনবদ্য উপস্থাপনার প্রশংসা সবখানে

বাফেলোতে ন্যান্সির কনসার্টে মুগ্ধ দর্শক-শ্রোতা

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২৩:০৯, ২০ অক্টোবর ২০২৩

বাফেলোতে ন্যান্সির কনসার্টে মুগ্ধ দর্শক-শ্রোতা

বাফেলোতে ন্যান্সির কনসার্টে মুগ্ধ দর্শক-শ্রোতা

যুক্তরাষ্ট্রে এসে দ্বিতীয় কনসার্টে দর্শক মাতিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গত শনিবার নিউইয়র্কের বাফেলো শহরের ক্রিসসি পারফরমিং আর্ট সেন্টারে বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন ইউএসএ ইনক এর কনসার্টের গান গেয়ে দর্শক মাতিয়ে তুলেন ন্যান্সি। সময় তিনি নিজে যেমন গলা ছেড়ে গেয়েছেন তেমনি দর্শকদেরও মঞ্চে তুলেগাওয়াইছেন

বাফলো শহরে এই প্রথম বাংলাদেশিদের ব্যবস্থাপনায় বাংলাদেশের কোনো গুণি শিল্পীর একক পরিবেশনা  বা  কনসার্ট। আয়োজনটি করে বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন ইউএসএ ইনক কর্ণধার এনামুল হক রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন। এলাকার মানুষ বলেছেন, অবশেষে বাফেলোতে বড় পরিসরে বাংলা সংস্কৃতির যাত্রাটি শুরু হলো প্রমোটার এনামুল হকের হাত ধরে।

অন্যদিকে কনসার্টে অনবদ্য উপস্থাপনা করে প্রশংসা কুড়িয়েছেন উত্তর আমেরিকার জনপ্রিয় উপস্থাপিকা শামসুন নাহার নিম্মি। ন্যান্সির গান এবং নিম্মির উপস্থাপনা এখন বাফেলোর বাংলাদেশিদের মুখে মুখে।

কনসার্টের টিকিট মূল্য ছিল সিআইপি ১০০ ডলার, ভিআইপি ৫০ ডলার এবং রেগুলার ২৫ ডলার। দর্শকার টিকিট কিনেই কনসার্ট উপভোগ করেন।

ন্যান্সি রাত পৌনে টার দিকে মঞ্চে এসে একে একে তার জনপ্রিয় গান, প্রতিষ্ঠিত শিল্পীদের গান পরিবেশন করেন। এছাড়া তিনি অন্তত এক ডজনের মতো অনুরোধের গানও পরিবেশন করেন। অনুষ্ঠানে বাফেলোর তরুণ প্রজন্ম ন্যান্সির গানে উচ্ছ্বাস প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে ন্যান্সির হাতে ক্রেস্ট তুলে দেন বাংলাদেশের ভাষা সৈনিক একুশে পদকপ্রাপ্ত শামসুল হুদা। এসময় শামসুল হুদা বাংলা ভাষার প্রবর্তন এবং নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন ইউএসএ ইনক কর্ণধার এনামুল হক, বাবলু জাহাঙ্গীর স্পন্সর মোহাম্মদ উদ্দীন।

কনসার্টের স্পন্সর ছিলো ইমিগ্রেশন কনসালটেন্ট নাসরিন আহমেদ, ডাক্তার চৌধুরী সারোয়ারুল হাসান, শ্রীনাথ মধু- মধু সেঞ্চুরি অটো এন্ড বডি শপ বাফালো, বাংলাদেশ ড্রাইভিং স্কুল বাফালো- সোহেল হাওলাদার, মোহাম্মদ উদ্দিন রিয়েল এস্টেট ইনভেস্টর এন্ড মূলধারার রাজনীতিক, ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের কর্ণধার গিয়াস আহমেদ, জাহিদুল ইসলাম এবং ইউএস বাংলা ম্যানেজমেন্ট টিম, চা আড্ডা, বড়বাজার জ্যাকসন হাইটস নিউইয়র্ক, পার্থ গুপ্ত-পিজি হোম কেয়ার, নায়াগ্রা গাইস হালাল পিজা এন্ড বার্গার, উজ্জ্বল আলাদিন এন্ড জুয়েল, বাফেলো টাইগার্স, শামসদ্দিন আহমেদ এন্ড লক্সমান প্রাসাদ নেটওয়ার্ক। মিডিয়া পার্টনার ছিল বাফেলো বাংলা, দেশবাণী, ডিটিভি, দোয়েল টিভি নন্দন টিভি। কনসার্টে মার্টি ব্যান্ডের পারফরমেন্স ছিলো উল্লেখ করার মতো।

শেয়ার করুন: