শনিবার, ২৭ জুলাই ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সিলেট ও খুলনায় মঞ্চস্থ হলো খান শওকতের নাটক

নবযুগ ডেস্ক

প্রকাশিত: ১০:৪১, ৯ সেপ্টেম্বর ২০২৩

সিলেট ও খুলনায় মঞ্চস্থ হলো খান শওকতের নাটক

সিলেট ও খুলনায় মঞ্চস্থ হলো খান শওকতের নাটক

বিপুল উৎসাহ এবং উৎসব মুখর পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক নাটক নিয়ে খুলনায় মঞ্চস্থ হলো নিউইয়র্ক প্রবাসী নাট্যকার খান শওকত রচিত ঐতিহাসিক নাটক- বঙ্গবন্ধু শেখ মুজিব। সম্প্রতি খুলনা জেলা শিল্পকলা একাডেমির বিশাল অডিটোরিয়ামে উপস্থিত দর্শকদের টানটান উত্তেজনার মাঝে নেপথ্যে বজ্রকণ্ঠে বেজে উঠলো বঙ্গবন্ধুর ভাষণ- সাত কোটি বাঙালিকে দাবায়ে রাখতে পারবা না।

এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। পর্দা সরলো। পিন পতন নীরবতায় নাটক শুরু হলো। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মো. ইউছুফ আলী এবং খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য। নির্দেশনায় অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল (চেয়ারম্যান আইচগাতি ইউনিয়ন পরিষদ), সহযোগিতায় সেখ সিরাজুল ইসলাম এবং মোকলেসুর রহমান বাবলু। পরিবেশনায়: খুলনা নাট্য নিকেতন।

বিভিন্ন চরিত্র যারা অভিনয় করছেন- বঙ্গবন্ধু আশরাফুজ্জান বাবুল, রফিকঃ মো. আবিদুল্লাহ, মান্নানঃ  শেখ সিরাজুল ইসলাম, রেজ্জাকঃ সিরাজুল হক হিরা, নজরুলঃ অনিরুদ্ধ কুমার বাহাদুর, তাজউদ্দিনঃ আতিয়ার মোল্লা, মোস্তাকঃ মল্লিক মোশারফ  হোসেন লিটন, জিয়াঃ অমর রায়, ফারুকঃ সুদিপন মোাহাম্মদ, মেজর ডালিমঃ মো. জসীম উদ্দীন, কামালঃ আসাদুজ্জামান মিথুন, মেজর নুরঃ সাব্বির আহম্মেদ, মেজর মহিউদ্দিনঃ মো. মুসা, মুসলে উদ্দীনঃ অজিত মন্ডল, মেজর হুদাঃ আবুল হোসেন, মেজর আজিজ পাশাঃ সাজিব মল্লিক, ফাতেমাঃ সুলতানা রাজিয়া শিল্পী, ফজিলুতুন্নেছাঃ বিলকিস আরা পাখী, আবুলঃ শংকর কুমার সাহা, সাউন্ড অপারেটরঃ মো: হাদীউজ্জামান, লাইট অপারেটরঃ এস. এম. রাজু আহমেদ।

 

শেয়ার করুন: