শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

খাইরুল ইসলাম পাখি’র কিচিরমিচির-তিরানব্বই

ছোট আর বড় কি সব কাজই কাজ 

খাইরুল ইসলাম পাখি

প্রকাশিত: ২০:৪০, ১২ ডিসেম্বর ২০২৫

ছোট আর বড় কি সব কাজই কাজ 

ছবি: সংগৃহীত

আজকের লেখাটি আমার স্কুলের উদ্ধৃতি দিয়ে লিখছি। আমি নিউইয়র্ক সিটির একটি এলিমেন্টারি স্কুলে শিক্ষকতা করি, এ বছর আমি কাজ করছি গ্রেট থ্রির বাচ্চাদের সাথে। প্রতি সকালে যখন রোল কল হয় তখন বাচ্চারা ওদের নাম ডাকার পর প্রেজেন্ট বা এমন কিছু না বলে, তার পরিবর্তে বলে ওরা ভবিষ্যতে কে কি হতে চায় এমন কিছু। মানে হচ্ছে ধরুন, কোন বাচ্চার নাম ভেরোনিকা- রোল কলে ওর নাম বলার সাথে সাথে ও বলে ওঠে সিঙ্গার অর্থাৎ বড় হয়ে সে গায়ক/গায়িকা হবে, এটাই ওর স্বপ্ন। একে একে সবাই বলে ওদের ভবিষ্যৎ স্বপ্নের কথা।

কেউ বলে ফায়ার ফাইটার, কেউ বলে পুলিশ, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ইউটিউবার, কেউ বাস্কেটবল প্লেয়ার, কেউ রাইটার, কেউ ড্রাইভার, কেউ পশু চিকিৎসক, কেউ
কার্পেন্টার, এমন হরেক রকম কিছু। ওদের দেখি আর ভাবি আমাদের ছোটবেলার কথা। আমরাতো তিন চারটি পেশার বাইরে কিছুই বলতাম না, ডাক্তার/ইন্জিনিয়ার ওই সবই ছিল রয়াল পেশা। কিছু পেশার বাইরে অন্যগুলো ছোট কাজ। এখন হয়তো কিছুটা বদলেছে, বাড়তি কিছু পেশার নাম হয়তো বলে। তবে নিশ্চয়ই ড্রাইভার, কার্পেন্টার, দোকানদার, ক্লিনার হবে এমন কিছু বলে না। উন্নত বিশ্বে  যেকোনো কাজই কাজ। বলা যায় কোন কাজকেই এরা ছোট বা বড় ভাবে দেখে না বা ভাবে না। তাই শিশুরাও বিনা সংকোচ এসব পেশায় যাওয়ার স্বপ্ন দেখে। এদের বাবা বা মা  যদি কনস্ট্রাকশন লেবার হয়, এরা মুখ ভরে তাই বলে, কোন দ্বিধা ছাড়া। শুধুমাত্র যারা অলস বা অকর্মণ্য, কাজ কর্ম করে না ওদেরকেই মনে হয় অন্য ভাবে দেখা হয়। আর যে কাজ করে তাকে সম্মানের চোখে দেখা হয়। 
আমাদের স্কুলের সব মিলিয়ে আমরা শ‘খানেক স্টাফ। স্কুলে ঢুকে বোঝা দায় কে প্রিন্সিপাল, কে টিচার, কে এডমিন, কে সুইপার কিংবা ক্লিনার। সবাই সবার সাথে একইভাবে কথা বলে। সবাই যার যার কাজকে শ্রদ্ধা করে। এখানে যেকোনো অফিসে ঢুকেও একই চিত্র দেখা যায়।
এসব দেশে খোলা আকাশের নিচে যে রাস্তায় রোদে-বানে, বরফে নির্মাণ কাজ করে, তাকেও সবাই সমীহ বা শ্রদ্ধা চোখে দেখে। ছোট বড় ভাবার মানসিকতা বা সময় যেন এদের নেই। ব্যতিক্রম যে নেই তা নয়, তবে সাধারণত এ দেশের সব কাজই মর্যাদার। কাজ কর্ম নিয়ে উঁচু নিচু ভেদাভেদটা এখানে তেমন বোধগম্য হয় না বরং যে কোন কাজ করে না তাকেই বাঁকা চোখে দেখে সবাই।
 লেখক অভিনেতা।
 

শেয়ার করুন: