শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

জ্যামাইকায় লায়ন্স ক্লাব  এর শীতবস্ত্র বিতরণ

নিউইয়র্ক

প্রকাশিত: ১৫:৪০, ২৮ নভেম্বর ২০২৫

জ্যামাইকায় লায়ন্স ক্লাব  এর শীতবস্ত্র বিতরণ

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের জ্যামাইকা এলাকায় আর্চি স্পাইগনার পার্কে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব গত ২৩ নভেম্বর ২০২৫ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আয়োজন করে। কমিউনিটির স্বল্প আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের শীত নিবারণে সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক বাসিন্দার হাতে কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি লায়ন জেএফএম রাসেল, সাধারণ সম্পাদক লায়ন মো মশিউর রহমান মজুমদার, সদ্যি বদায়ী সভাপতি লায়ন রকি আলিয়ান, প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান, কনভেনর লায়ন বেলাল আহমেদ, এবং মেম্বার সেক্রেটারি লায়ন বদরুজ্জুদা সাগর সহ লায়ন্স ক্লাবের নির্বাহী সদস্যরা। এছাড়াও লায়ন্স ডিস্ট্রিক্টের বেশ কয়েকজন সিনিয়র ডিস্ট্রিক্ট লিডার উপস্থিত থেকে কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলেন।
আয়োজকরা জানান, শীতের শুরুতেই স্থানীয় বাসিন্দাদের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা প্রদান লায়ন্স ক্লাবের অন্যতম দায়িত্ব। এ ধরনের উদ্যোগ কমিউনিটিতে ঐক্য, দায়বদ্ধতা ও পারস্পরিক সহমর্মিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
লায়ন্স ক্লাবের মূলমন্ত্র “ঞড়মবঃযবৎ, ডব ঝবৎাব”—এই মানবিক কার্যক্রমে তা আরও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
 

শেয়ার করুন: