শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্ক স্টেট গভর্নর প্রার্থী

ডেলগাডোর সমর্থনে জ্যাকসন  হাইটসে ফাইন্ডরেইজিং

নিউইয়র্ক

প্রকাশিত: ১৫:৩৮, ২৮ নভেম্বর ২০২৫

ডেলগাডোর সমর্থনে জ্যাকসন  হাইটসে ফাইন্ডরেইজিং

ছবি - নবযুগ

নিউইয়র্ক স্টেট গভর্নর পদে ডেমোক্রেট প্রাইমারি নির্বাচনে প্রার্থী অ্যান্তোনিও ডেলগাডোর সমর্থনে ২৫ নভেম্বর মঙ্গলবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে বাংলাদেশিদের উদ্যোগে ফান্ডরেইজিং অনুষ্ঠিত হয়েছে।

‘সাউথ এশিয়ান ফর ডেলগাডো’ ব্যানারে এ অনুষ্ঠানে অ্যান্তেনিও ডেলগাডো প্রত্যাশা করেন, জোহরান মামদানিকে যেভাবে বাংলাদেশি কমিউনিটি সমর্থন জনিয়েছেন, তাকেও তেমনি বাংলাদেশি কমিউনিটি সমর্থন দিবেন, পাশে থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি পাকিস্তান ও ইন্ডিয়ান কমিউনিটির ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।
ফান্ডরেইজিং অনুষ্ঠান আয়োজনে আরো ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট অ্যাডাম আজম, মোহাম্মদ এন. মজুমদার, মো. মহিউদ্দিন দেওয়ান, ফিরোজ আহমেদ, ফারাহ হুসেন, মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, কাজী আজম, আহসান হাবিব, শাহ শহীদুল হক, আরশাদ হোসেন, তৌকির হক, রাব্বি সৈয়দ, আব্দুস সোবহান প্রমুখ।
 

শেয়ার করুন: