শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

জাবি এলামনাই এসোসিয়েশনের  অভিষেক ও হিম উৎসব 

নিউইয়র্ক

প্রকাশিত: ১৫:৩৫, ২৮ নভেম্বর ২০২৫

জাবি এলামনাই এসোসিয়েশনের  অভিষেক ও হিম উৎসব 

ছবি - নবযুগ

জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার (ঔঅঅঅ) ২০২৬-২০২৭ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মেঘনা পাল, পরিসংখ্যান বিভাগ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রশান্ত মল্লিক অয়ন, দর্শন বিভাগ।

গত ২২ নভেম্বর, শনিবার নিউইয়র্কের একটি পার্টি হলে জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা ঔঅঅঅ আয়োজন করে নবনির্বাচিত কমিটির অভিষেক ও জাহাঙ্গীরনগরের ঐতিহ্যবাহী হিম উৎসব। উক্ত কার্যকরী কমিটিতে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোহাম্মদ রহমান পলিন, মোহাম্মদ নাসিরুল্লাহ, লিটু আনাম, দুররে মাকনুন নবনী এবং তামান্না শবনম পাপড়ি। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আফ্রোদিতি পান্না, আশিষ ঘোষ ও রনি ভৌমিক। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন সুব্রত পাল, প্রচার সম্পাদক তানজিল মাহমুদ, রাবেয়া ভূইয়া তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, কোষাধ্যক্ষ জোবায়ের হোসনি ফাহাদ  এবং এসোসিয়েট কোষাধ্যক্ষ রাজেশ রয়, সাংস্কৃতিক সম্পাদক শারমিন আক্তার রেক্সোনা এবং সহ সাংস্কৃতিক সম্পাদক মিফাত নায়ার নির্বাচিত হন। প্ল্যানিং এন্ড ইভেন্ট কো-অরডিনেটর নির্বাচিত হন রিজিয়া ফারহানা খান এবং নাসির উদ্দিন ভূঁইয়া। এছাড়া ক্রীড়া সম্পাদক শাহরিয়ার কবির, সহযোগী ক্রীড়া সম্পাদক ইব্রাহীম রাকিব বাবু, সাহিত্য সম্পাদক রুহুল আমিন এবং সহযোগী সাহিত্য সম্পাদক ফাইমা রহমান জুঁই নির্বাচিত হন।
কার্যকরী সদস্য নির্বাচিত হন যথাক্রমে মারীস্টেলা আহমেদ শ্যামলী, শমিত মন্ডল, শামীম আরা বেগম, বদিউজ্জামান রনি, নাফিজা নওয়াজ সিমকি, মোস্তফা শারমিন, রাফিয়া খান লুসি, জেরিন রাফিয়া শশী , জান্নাত আরা সনি এবং সৌরভ কাপালি।
উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হন যথাক্রমে একরামুল করিম, মোহাম্মদ মনিরুজ্জামান, আশুতোষ সাহা, আকতার আহমেদ রাশা, খালেদ মনির জোসেফ, মিল্টন জাকি , সুজিত পাল এবং হাবিব রহমান।
 

শেয়ার করুন: