ছবি: সংগৃহীত
বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য, কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ কাজী সাখাওয়াত হোসেন আজমের বড় সন্তান তরুণ ডেমোক্রেট কাজী তাজওয়ার প্রকাশ আরভিন নিউইয়র্ক সিটির জেন্ডার ইক্যুয়েটি কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
গত ২৫ নভেম্বর নিউইয়র্কের বিদায়ী সিটি মেয়র এরিক এডামস আরভিনকে আগামী চার বছরের জন্য এ কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেন। তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী এ ডেমোক্রেট ইতোপূর্বে হোয়াট হাউস, ক্যাপিটাল হিলসহ মূলধারার রাজনীতিকদের অনেক প্রতিষ্ঠানে সফলতার সঙ্গে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। আরভিন সদ্য নিউইয়র্ক সিটির আলোচিত মেয়র নির্বাচনে জোহরান মামদানির প্রচারণা টিমে সক্রিয় থেকে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তিনি ব্রুকলিনে মামদানির পক্ষে তরুণদের সংগঠিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

















