শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

চটগ্রাম সমিতির উদ্যোগ

কাউন্সিলওম্যান শাহানা  হানিফকে সংবর্ধনা 

নিউইয়র্ক

প্রকাশিত: ১৫:৩২, ২৮ নভেম্বর ২০২৫

কাউন্সিলওম্যান শাহানা  হানিফকে সংবর্ধনা 

ছবি - নবযুগ

নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম মুসলিম ও প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কাউন্সিলওম্যান হিসেবে শাহানা হানিফ দ্বিতীয় মেয়াদে পুনর্র্নিবাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে প্রবাসীরা। ২৪ নভেম্বর সোমবার ব্রুকলিনের চট্টগ্রাম ভবনে এ আয়োজন করে চট্টগ্রাম সমিতি।

এতে শাহানা হানিফ বলেন, “গত চার বছরে প্রগতিশীল নাগরিকদের অধিকার ও মর্যাদা আদায়ের প্রশ্নে সিটি মেয়রের সঙ্গে ধারাবাহিকভাবে লড়াই করতে হয়েছে। আসছে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম মেয়র হিসেবে জোহরান মামদানি দায়িত্ব গ্রহণ করলে এ পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হবে।”
শাহানা আরো বলেন, “বাংলাদেশি কমিউনিটি নিউ ইয়র্কের দ্রুতবর্ধনশীল অভিবাসী সম্প্রদায়ের অন্যতম অগ্রগামী শক্তি। সাম্প্রতিক নির্বাচনেও এর প্রমাণ মিলেছে।”রাজনৈতিক অংশগ্রহণকে তিনি ‘আমেরিকান সমাজে নিজেদের অবস্থান সুদৃঢ় করার প্রধান মাধ্যম’ হিসেবে উল্লেখ করেন।
পদাধিকার সীমাবদ্ধতার কারণে একই আসনে তৃতীয়বার প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না থাকায় ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “আগামী চার বছরের কাজের ভিত্তিতেই পরবর্তী সময়ে সিটি কম্পট্রোলার, মেয়র বা কংগ্রেস–যেকোনো একটি আসনে লড়াই করার সিদ্ধান্ত নেবেন।”
শহরে ট্যাক্সি ড্রাইভার, ডেলিভারিম্যান ও রেস্টুরেন্টকর্মীদের বকেয়া মজুরি আদায়সহ শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে তার অবস্থান বজায় থাকবে বলে জানান তিনি। সম্প্রতি ব্রুকলিনের একটি রেস্টুরেন্টে বাংলাদেশি শ্রমিকদের প্রায় তিন মিলিয়ন ডলার বকেয়া বেতন আদায়ে তার অফিসের সহায়তার কথাও অনুষ্ঠানে উল্লেখ করা হয়।
প্রেসিডেন্ট ট্রাম্পের সময় অভিবাসন দমন নীতিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আইনি সহায়তা, গৃহায়নসংক্রান্ত জটিলতায় ভাড়াটে ও মালিকদের পরামর্শদানসহ বিভিন্ন ক্ষেত্রে তার অফিস কাজ করছে। সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতির সভাপতি আবু তাহের, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ। অনুষ্ঠানে শাহানা হানিফকে সমিতির ‘আজীবন সম্মাননা সদস্য’ পদে মনোনীত করা হয় এবং পদক দেওয়া হয়।
বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা-সভাপতি এম এ রহিম, সাবেক সভাপতি কাজী আজম, আর্ত-মানবতার সেবায় নিয়োজিত ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’র প্রেসিডেন্ট মো. আব্দুল কাদের মিয়া, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আলম, মূলধারার রাজনীতিক খোরশেদ খন্দকার, বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা লায়ন আহসান হাবিব, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির নেতা আবু তালেব চৌধুরী চান্দু, সাংস্কৃতিক সংগঠক সাহাবউদ্দিন চৌধুরী লিটন, কম্যুনিটি লিডার শামসুল আলম চৌধুরী, মোর্শেদ রিজভী, মিজানুর রহমান জাহাঙ্গির, নূরল আনোয়ার, শ্রাবণী সিং সিপিএ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি কামাল হোসেন মিঠু, সাংবাদিক লাবলু আনসার, ব্যবসায়ী নেতা লুৎফুল করিম প্রমুখ।
উল্লেখ্য, নিউইয়র্কে জন্মগ্রহণকারি শাহানা হানিফ বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির সাথে ব্যাপকভাবে পরিচিত হবার জন্যে বেশ কিছুদিন মা-বাবার পৈত্রিকস্থান চট্টগ্রামের পটিয়ায় অবস্থান করেছেন। আর এভাবেই নিজেকে একজন খাঁটি বাঙালি হিসেবে উপস্থাপনে কোন সমস্যা হচ্ছে না। আরো উল্লেখ্য, শাহানার এই বিস্ময়কর উত্থানে সদা উজ্জীবিত ও অনুপ্রাণীত করেছেন তার মা রেহানা হানিফ-এ তথ্যও প্রিয় পরিচিতজনেরা উল্লেখ করেছেন এই সংবর্ধনা সমাবেশে।
 

শেয়ার করুন: