ছবি: সংগৃহীত
নিউইয়র্কের সর্ববৃহত ইসলামিক সেণ্টার জ্যামাইকা মুসলিম সেণ্টার-জেএমসি এর পরিচালনা কমিটি গঠিত হয়েছে।
এতে ডা. নাজমুল এইচ খান প্রেডিসেন্ট এবং জ্যামাইকা-বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট মূলধারার রাজানীতিক ফখরুল ইসলাম দেলোয়ার জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছে। নির্বাচিতরা আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করেন। ফখরুল ইসলাম দেলোয়ার বর্তমান কমিটির জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

















