মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

লক্ষীপুর ডিষ্ট্রিক্ট সোসাইটির অভিষেক

দুই বছরের মধ্যে ভবন ক্রয় ও  স্থায়ী অফিস প্রতিষ্ঠার প্রতিশ্রুতি 

নিউইয়র্ক

প্রকাশিত: ১৯:০৪, ২১ নভেম্বর ২০২৫

দুই বছরের মধ্যে ভবন ক্রয় ও  স্থায়ী অফিস প্রতিষ্ঠার প্রতিশ্রুতি 

ছবি - নবযুগ

অনাড়ম্বর অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছা অভিষিক্ত হলেন লক্ষীপুর ডিষ্ট্রিক্ট সোসাইটি ইউএসএ’র নবনির্বাচিত কর্মকর্তারা। এ উপলক্ষ্যে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রুকলীনের কনি আইল্যান্ডস্থ একটি পার্টি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নতুন কমিটির পক্ষ থেকে আগামী দুই বছরের মধ্যে সংগঠনের ভবন ক্রয় ও স্থায়ী অফিস প্রতিষ্ঠার প্রতিশ্রুতি প্রদান করা হয় এই এই মেগা প্রকল্প বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করা হয়। এছাড়াও প্রবাসের অন্যতম বৃহৎ সেবামূলক সংগঠন বৃহত্তর নোয়খালী সোসাইটি ইউএসএ’র পথ ধরে লক্ষীপুর ডিষ্ট্রিক্ট সোসাইটি ইউএসএ-কে প্রবাসের অন্যতম আদর্শ সংগঠনের পরিণত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। খবর ইউএনএ’র।
সংগঠনের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী, বৃহত্তর নোয়খালী সোসাইটি ইউএসএ’র বিদায়ী সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত সভাপতি জাহিদ মিন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, বৃহত্তর নোয়খালী সোসাইটি ইউএসএ’র ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হাজি মফিজুর রহমান, সভাপতি নাজমুল হক মানিক ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক এএসএম মাইনুদ্দীন পিন্টু, লক্ষীপুর পৌরসভার সাবেক মেয়র মিন্টু চৌধুরী, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাকসুদুর রহমান, প্রধান নির্বাচন কমিশনার আমীর হোসেন বাবু, অধ্যাপক ইবাহীম চৌধুরী রতন, ইঞ্জনিয়ার জামিল উদ্দিন, তসলিম উদ্দিন খান প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। 
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার আমীর হোসেন বাবু সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আলমগীর মোল্লার নেতৃত্বে সংগঠনের নতুন কমিটি কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান। পরবর্তীতে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যদের নামও ঘোষণা এবং তাদের ফুর দিয়ে বরণ করা  হয়। এই পরিষদের কর্মকর্তারা হলেন- মাকসুদুর রহমান (প্রধান উপদেষ্টা)। সদস্য যথাক্রমে অধ্যাপক ইব্রাহীম চৌধুরী রতন, একেএম রশীদ আহমেদ, আমীর হোসেন বাবু, মোহাম্মদ হোসেন, নূর নবী, ইমাম উদ্দিন কিরণ, সাইফুল ইসলাম আলমগীর, মোহাম্মদ আলী, গোলাম হোসেন, তানভির হোসেন বাবু ও ফিরোজ মাহমুদ। 
অনুষ্ঠানে সংগঠনের আগামী দুই বছরের পরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়নের জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক আহমেদ জুবায়ের। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন আহমেদ জুবায়ের সহ সাইফুল ইসলাম ও আরমান হোসেন।  
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহিদ মিন্টু লক্ষীপুর ডিষ্ট্রিক্ট সোসাইটি ইউএসএ’র সার্বিক উন্নয়ন ও কল্যাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং বৃহত্তর নোয়াখালী সোসাইটির মেগা প্রজেক্ট বাংলাদেশ সেমিট্টি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। তিনি তার বক্তব্যের সময় ভিডিওতে বাংলাদেশ সেমিট্টি তুলে ধরেন। 
অনুষ্ঠানে অতিথি বক্তারা বলেন, বৃহত্তর নোয়াখালীর অন্যতম জেলা লক্ষীপুরের প্রবাসীদের সামাজিক সংগঠন লক্ষীপুর ডিষ্ট্রিক্ট সোসাইটি ইউএসএ’র সার্বিক উন্নয়ন ও কল্যাণে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, আমরা সবাই ভাই ভাই। সবাই মিলে সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে লক্ষীপুরবাসীদের আরো এগিয়ে নিতে হবে। 
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো সঙ্গীতানুষ্ঠান ও নৈশভোজ। এই পর্বে সঙ্গীত পরিবেশন করেন মরিয়ম মারিয়া ও সজিব। উল্লেখ্য, কনকনে ঠান্ডা উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাস লক্ষীপুরবাসী সপরিবারে অনুষ্ঠানে যোগ দেয়ায় অনুষ্ঠানটি তাদের মিলন মেলায় পরিণত হয়। 
 

শেয়ার করুন: