শনিবার, ১২ জুলাই ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

জ্যামাইকায় বাংলাদেশি  ব্যবসায়ীর উপর  হামলা

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৫:২১, ১১ জুলাই ২০২৫

জ্যামাইকায় বাংলাদেশি  ব্যবসায়ীর উপর  হামলা

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের জ্যামাইকায় মাসুম নামের এক বাংলাদেশি ফোন ব্যবসায়ী হামলার শিকার হয়েছেন। গত ৮ জুলাই (মঙ্গলবার) রাত ১০টার দিকে ৭ থেকে ৮ জনের একটি সংঘবদ্ধ দল তার বাসার নিকটবর্তী স্থানে তার উপর আক্রমণ করে। অতর্কিত এ হামলায় মাসুম গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গেছে।

গত এক বছরে একই এলাকায় ২ জন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। নতুন করে মাসুমের উপর হামলা বাংলাদেশি কমিউনিটিকে চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে ফেলেছে। স্থানীয়দের অভিযোগ, বারবার এই ধরনের ঘটনা ঘটলেও পুলিশের তেমন কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না।
কমিউনিটির একজন সচেতন নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মিলিয়ন ডলার খরচ করে যারা কমিউনিটি নির্বাচন করেন এবং বিজয়ের পর বারবার লাল গালিচা সংবর্ধনা পান, তারা আজ চুপ কেন? কোথায় গেলেন সেইসব নেতৃত্ব?’
কমিউনিটির অনেকেই বলছেন, এখনই সম্মিলিত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে। এ ঘটনায় একটি প্রতিবাদ সমাবেশ আয়োজনের দাবি জানান তারা। একইসাথে নিউইয়র্ক পুলিশ বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বানও জানানো হয়েছে।
 

শেয়ার করুন: