শনিবার, ১২ জুলাই ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

কক্সবাজার এসোসিয়েশনের  বনভোজন সম্পন্ন

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৫:১৯, ১১ জুলাই ২০২৫

কক্সবাজার এসোসিয়েশনের  বনভোজন সম্পন্ন

ছবি - নবযুগ

গত শনিবার হয়ে গেলো নিউইয়র্কে কক্সবাজার এসোসিয়েশনের বার্ষিক বনভোজন। লংআইল্যান্ডের শার্লির ছায়া ঘেরা নান্দনিক পার্কে আয়োজিত বনভোজনে নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে যোগ দিয়েছিলেন কক্সবাজাররিয়ানরা।

আনন্দঘন বনভোজনে র‌্যাফেল ড্র এর প্রথম পুরস্কার ৬৫” কালার টেলিভিশন জিতেছেন মুবাশ্বির ওমর। পুরস্কারটি স্পন্সর করেছে সাগর ফাউন্ডেশন। বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন সাগর ফাউন্ডেশনের চেয়ারম্যান শামসুন নাহার নিম্মি  এবং প্রেসিডেন্ট ও সিইও এবং নবযুগ সম্পাদক শাহাব উদিন সাগর। বনভোজন আয়োজনে সহযোগিতায় ছিলেন হাসান চৌধুরী, সারওয়ার চৌধুরী, নওশার চৌধুরী, জহির আহমেদ, আক্তার হোসেন, হাসান চৌধুরী রিজভী, ছৈয়দুল হক, শওকত ওসমান প্রমুখ। ফ্লোরিডা থেকে যোগ দিয়েছিলেন আবু মুছা। উল্লেখ্য: বনভোজনে ৬৫” কালার টেলিভিশন ছাড়াও নগদ ডলারসহ আরো চারটি আকর্ষণীয় পুরস্কার জিতেছেন চার ভাগ্যবান। 
 

শেয়ার করুন: