রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সাংবাদিক লিটনের  বাসায় ভয়াবহ  অগ্নিকা-

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৫:২৫, ১৬ মে ২০২৫

সাংবাদিক লিটনের  বাসায় ভয়াবহ  অগ্নিকা-

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক নবযুগ এর বিশেষ প্রতিনিধি ও নিউইয়র্কস্থ নারায়ণগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি শামসুল আলম লিটনের জ্যামাইকাস্থ (৯১-১৫, ১৮৩ স্ট্রিট ) বাসায় ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গত শনিবার সকালে এ ঘটনা ঘটে। এতে বাসার অগ্নিকা-ে ভষ্মিভূত হয়।

শামসুল আলম লিটন জানান, আমরা বাসায় দ্বিতীয় তলায় প্রায় তিন বছর ধরে ভাড়া থাকতাম। আমরা প্রায় সময় বাড়ির মালিককে বাসার নানা সমস্যা সমাধানে তাগাদা দিতাম। ইকেক্টটিক সমস্যা ছিল প্রবল। গত শনিবার বাসায় আমার ছেলের রুমে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহুত্বের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে বাসার টিভি, ফ্রিজ, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়।  
 

শেয়ার করুন: