শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

লেবার ডে-উইকেন্ড ঘিরে

যুক্তরাষ্ট্রে অনৈক্যের ফোবানা সম্মেলনগুলো শুরু

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৩, ৩০ আগস্ট ২০২৪

যুক্তরাষ্ট্রে অনৈক্যের ফোবানা সম্মেলনগুলো শুরু

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া এবং মিশিগানে পৃথক আয়োজনে ৩৮তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হচেছ আজ ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর যথাক্রমে শুক্র, শনি ও রোববার লেবার ডে উইকেন্ডে। মূলধারার রাজনীতিক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদের নেতৃত্বাধীন ফোবানার কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে নিউইয়র্কে। তিনি এই ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান। আগামী ৩০ আগস্ট শুক্রবার কুইন্সের লার্গোডিয়া ম্যারিয়ট হোটেলে আনুষ্ঠানিকভাবে ৩৮তম এ ফোবানা কনভেনশন উদ্বোধন হবে। চলবে ১ সেপ্টেম্বর রোববার পর্যন্ত। এ কনভেনশনের কনভেনর হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও লায়ন্স সিনিয়র ভাইস গর্ভনর আসেফ বারী টুটুল। গিয়াস আহমেদ জানিয়েছেন, এবারের কনভেনশন দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মুক্তযোদ্ধাদের উৎসর্গ করা হবে। এ ফোবানায় স্থানীয় শিল্পীরা পারফর্ম করবেন। তাদের মধ্যে রয়েছেন রিজিয়া পারভীন, ত্রিনিয়া হাসান ও শাহ মাহবুব। ফোবানাকে সফল করতে আরও দায়িত্ব পালন করছেন মাজহারুল ইসলাম জুয়েল, দেওয়ান আজিম জুয়েল, শাহজাদি পানভীন ও ফাহাদ সোলায়মান।

তিন দিনব্যাপী ফোবানা কনভেনশনে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি মেইন স্ট্রিমের রাজনীতি, নতুন প্রজন্মের ভবিষ্যত প্রসঙ্গে সেমিনার, ফোবানা স্কলারশিপ, সাহিত্য আসর, কাব্য জলসা, সঙ্গীত প্রতিযোগিতা, ফ্যাশন শো, ইয়ুথ নেটওয়ার্কসহ বিভিন্ন বিষয় আলোচনা হবে।
এদিকে মেরিল্যান্ডে ৩৮তম ফোবানার পর্দা উঠতে যাচ্ছে আগামী ৩০ আগস্ট শুক্রবার। বর্ণাঢ্য এই সম্মেলন চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। আয়োজকদের দাবি, এই তিনদিন উৎসবে মুখরিত থাকবে ম্যারিল্যান্ডের হোটেল হিলটন গ্যাটিসবার্গ। এখানেই অনুষ্ঠিত হবে ফোবানার ৩৮তম মিলনমেলা।
এই তিন দিনে হাজারো বাংলাদেশির পদধ্বনিতে মুখরিত হয়ে উঠবে হোটেল এলাকা। আয়োজকরা এখানে ফ্রি এন্ট্রি, ফ্রি পার্কিং-এর ব্যবস্থা করেছেন। বিশাল এই আয়োজনে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ। আরো থাকবেন ফোবানার অন্যান্য কর্মকর্তারা, স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী সাখাওয়াত হোসেন আজম, হোস্ট কমিটির কনভেনর জাহাঙ্গীর কবীর বাবলু, হোস্ট কমিটির মেম্বর সেক্রেটারি সারোয়ার মিয়া, হোস্ট কমিটির চিফ অ্যাডভাইজর কবীরুল ইসলাম, হোস্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফারুক এবং হোস্ট কমিটির প্রেসিডেন্ট হাদী কাইয়ুম।সম্মেলন হোস্ট করছে বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন ইনক। এক্সিকিউটিভ ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে স্বপন চৌধুরীর ‘অন্তর শোবিজ’।
৩৮তম ফোবানার আরেকটি সম্মেলন ৩০-৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ভার্জিনিয়ার আর্লিংটনের ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত হবে। ২৫টিরও বেশি অঙ্গরাজ্যের ৮৬টি বাংলাদেশি সংগঠনের সাংস্কৃতিক কর্মীরা অংশ নিচ্ছেন এবারের ফোবানা সম্মেলনে। আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি) এবার সবার জন্য বিনামূল্যে গাড়ি রাখার বন্দোবস্ত করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভার্জিনিয়ার আর্লিংটনের ২৩৫-১৮ স্ট্রিট (সাউথ) এ তিন দিনের জন্য সবার জন্য বিনামূল্যে গাড়ি রাখার বন্দোবস্ত করা হয়েছে।এবারেই প্রথম বৈচিত্রময় সাংস্কৃতিক পরিবেশনায় ব্যতিক্রমী ৩৮তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ৮৬টি বাংলাদেশি সংগঠনের সাংস্কৃতিককর্মীরা প্রস্তুত হয়েছেন তাদের বৈচিত্রময় সাংস্কৃতিক পরিবেশনার জন্য।
৩৮তম ফোবানা সম্মেলনের কর্মকর্তারা জানান, ইতোমধ্যে ৩৮তম ফোবানা সম্মেলনে অংশগ্রহণে আগ্রহী সংগঠনের তালিকাভুক্তিতে সর্বকালের রেকর্ড ভেঙেছে। সবকিছু ঠিক থাকলে ৩০-৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এবারের সম্মেলনে অংশগ্রহণকারী কলাকুশলীরাও তাদের বৈচিত্রময় সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে অতীতের সকল রেকর্ড ভাঙতে সক্ষম হবেন। এবারের ফোবানার আকর্ষনীয় বিষয়গুলো হচ্ছে-গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সেমিনার, সাহিত্য, কারিগরি শিক্ষার প্রভাব ও উন্নয়ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন, মূলধারায় নেতৃত্বের বিকাশ, ওয়াশিংটন মেট্রো এলাকার বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আরবান ডেভেলপমেন্ট, ন্যানো টেকনোলজির এবং এর কার্যকারিতা, স্বাস্থ্যসেবা ক্ষেত্রে এআই এর প্রভাব, তরুণ মেধাবী ছাত্র ছাত্রীদের স্কলারশিপ অ্যাওয়ার্ড, তরুণ প্রজন্মের অংশগ্রহণে সংগীত ও নৃত্য প্রতিযোগিতা, ক্ষমতায়নে নারীর ভূমিকা, অর্জন এবং তাৎপর্য, কারুপণ্য শিল্পের প্রদর্শনী, বর্ণীল ফ্যাশন শো, সাহিত্যের উপর আলোকপাত এবং কাব্য জলসা, ফোবানা গ্রন্থমেলা, যুব ফোরাম ও নেটওয়ার্কিং, এনআরবি ব্যবসায়ী এবং ব্যবসা উদ্যোক্তাদের, নেটওয়ার্কিং, বিশ্ববিদ্যালয়গুলোর এলামনাই ফোরাম নিয়ে আলোচনা, আন্তঃধর্মীয় শান্তি আলোচনা, বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী ইত্যাদি।
এদিকে ‘মোদের গর্ব, মোদের দেশ-হৃদয়ে বাংলাদেশ’ প্রবাসী বাংলাদেশিদের মাতৃভূমির প্রতিএমন ভালবাসার শ্লোগান নিয়ে মিশিগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে নর্থ আমেরিকার জনপ্রিয় কালচারাল সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ‘ফোবানা’র ৩৮ তম কনভেনশন ২০২৪। সংশ্লিষ্ট রাজ্যের ডেট্রয়েট সিটির ঐতিহ্যবাহী জেইন ফিল্ডে ৩০, ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর তিন দিন ব্যাপী এই কনভেনশনকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন আয়োজক কমিটি।
আয়োজকরা জানান, এই কনভেনশন স্থলে থাকবে বিশাল সাজানো মঞ্চ। এখান থেকেই মূলত অনুষ্ঠান পরিচালনা করা হবে। এতে থাকবে মাঠ জুড়ে বহু স্টল। ইতিমধ্যে স্বস্ব ব্যক্তি বা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন অব্যাহত রেখেছেন। এসব স্টলে থাকবে নানান বাহারী সুস্বাদু খাবার ও কারুপন্য প্রদর্শনীসহ দর্শক নন্দিত আরো অনেক কিছু। ফোবানা কনভেনশনে শুধু মিশিগান নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গ রাজ্য ছাড়াও পাশ্ববর্তী রাষ্ট্র কানাডা এমনকী যুক্তরাজ্য থেকেও বাংলাদেশি তথা বাঙালিদের প্রাণবন্ত উপস্থিতি ঘটবে। পুরো ফিল্ডে দর্শকদের ঢল এই আয়োজনটিকে প্রবাসীদের জন্য বাড়তি উপহার হিসেবে এক নতুন মাত্রায় যোগ হবে।
আয়োজকরা আরো জানান, এবারের ৩৮তম ফোবানা কনভেনশনে বাংলাদেশ ও নিউইয়র্কের গুণী চিত্রাভিনেতা, ব্যান্ড তারকা, কণ্ঠশিল্পীসহ স্থানীয় অনেক প্রতিভাবান শিল্পীরা একের পর এক মনোমুগ্ধকর গান পরিবেশন করে দর্শকদের মন মাতিয়ে তুলবেন। এছাড়াও এই কনভেনশনকে ঘিরে থাকছে, প্রবাসীরা স্বাবলম্বী হওয়ার জন্য দিক নির্দেশনামূলক বিজনেস নেটওয়ার্কিং সিস্টেম উত্থাপন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রবাসীদের ভূমিকা শীর্ষক কার্যক্রম, নারীর ক্ষমতায়ন শীর্ষক কার্যক্রম, সাহিত্য ও কবিতার আসর, ইয়থ ফোরাম, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, টেলেন্ট শো, ফোবানা স্কলারশীপ প্রদান সহ আরো নানান কার্যক্রম।
ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান। ৩০ আগস্ট, শুক্রবার কুইন্সের লার্গোডিয়া ম্যারিয়ট হোটেলে আনুষ্ঠানিকভাবে ৩৮তম এ ফোবানা কনভেনশন উদ্বোধন হবে। চলবে ১ সেপ্টেম্বর রোববার পর্যন্ত। এ কনভেনশনের কনভেনর হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও লায়ন্স সিনিয়র ভাইস গর্ভনর আসেফ বারী টুটুল। গিয়াস আহমেদ জানিয়েছেন, এবারের কনভেনশন দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মুক্তযোদ্ধাদের উৎসর্গ করা হবে।এ ফোবানায় স্থানীয় শিল্পীরা পারফর্ম করবেন। তাদের মধ্যে রয়েছেন রিজিয়া পারভীন, ত্রিনিয়া হাসান ও শাহ মাহবুব। ফোবানাকে সফল করতে আরও দায়িত্ব পালন করছেন মাজহারুল ইসলাম জুয়েল, দেওয়ান আজিম জুয়েল, শাহজাদি পানভীন ও ফাহাদ সোলায়মান।
তিন দিনব্যাপী ফোবানা কনভেনশনে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি মেইন স্ট্রিমের রাজনীতি, নতুন প্রজন্মের ভবিষ্যত প্রসঙ্গে সেমিনার, ফোবানা স্কলারশিপ, সাহিত্য আসর, কাব্য জলসা, সঙ্গীত প্রতিযোগিতা, ফ্যাশন শো, ইয়ুথ নেটওয়ার্কসহ বিভিন্ন বিষয় আলোচনা হবে। এদিকে মেরিল্যান্ডে ৩৮তম ফোবানার পর্দা উঠতে যাচ্ছে আগামী ৩০ আগস্ট শুক্রবার। বর্ণাঢ্য এই সম্মেলন চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। আয়োজকদের দাবি, এই তিনদিন উৎসবে মুখরিত থাকবে ম্যারিল্যান্ডের হোটেল হিলটন গ্যাটিসবার্গ। এখানেই অনুষ্ঠিত হবে ফোবানার ৩৮তম মিলনমেলা।
এই তিন দিনে হাজারো বাংলাদেশির পদধ্বনিতে মুখরিত হয়ে উঠবে হোটেল এলাকা। আয়োজকরা এখানে ফ্রি এন্ট্রি, ফ্রি পার্কিং-এর ব্যবস্থা করেছেন। বিশাল এই আয়োজনে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ। আরো থাকবেন ফোবানার অন্যান্য কর্মকর্তারা, স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী সাখাওয়াত হোসেন আজম, হোস্ট কমিটির কনভেনর জাহাঙ্গীর কবীর বাবলু, হোস্ট কমিটির মেম্বর সেক্রেটারি সারোয়ার মিয়া, হোস্ট কমিটির চিফ অ্যাডভাইজর কবীরুল ইসলাম, হোস্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফারুক এবং হোস্ট কমিটির প্রেসিডেন্ট হাদী কাইয়ুম।সম্মেলন হোস্ট করছে বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন ইনক। এক্সিকিউটিভ ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে স্বপন চৌধুরীর ‘অন্তর শোবিজ’।
৩৮তম ফোবানার আরেকটি সম্মেলন ৩০-৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ভার্জিনিয়ার আর্লিংটনের ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত হবে। ২৫টিরও বেশি অঙ্গরাজ্যের ৮৬টি বাংলাদেশি সংগঠনের সাংস্কৃতিক কর্মীরা অংশ নিচ্ছেন এবারের ফোবানা সম্মেলনে। আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি) এবার সবার জন্য বিনামূল্যে গাড়ি রাখার বন্দোবস্ত করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভার্জিনিয়ার আর্লিংটনের ২৩৫-১৮ স্ট্রিট (সাউথ) এ তিন দিনের জন্য সবার জন্য বিনামূল্যে গাড়ি রাখার বন্দোবস্ত করা হয়েছে।এবারেই প্রথম বৈচিত্রময় সাংস্কৃতিক পরিবেশনায় ব্যতিক্রমী ৩৮তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ৮৬টি বাংলাদেশি সংগঠনের সাংস্কৃতিককর্মীরা প্রস্তুত হয়েছেন তাদের বৈচিত্রময় সাংস্কৃতিক পরিবেশনার জন্য।
৩৮তম ফোবানা সম্মেলনের কর্মকর্তারা জানান, ইতোমধ্যে ৩৮তম ফোবানা সম্মেলনে অংশগ্রহণে আগ্রহী সংগঠনের তালিকাভুক্তিতে সর্বকালের রেকর্ড ভেঙেছে। সবকিছু ঠিক থাকলে ৩০-৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এবারের সম্মেলনে অংশগ্রহণকারী কলাকুশলীরাও তাদের বৈচিত্রময় সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে অতীতের সকল রেকর্ড ভাঙতে সক্ষম হবেন।
এবারের ফোবানার আকর্ষনীয় বিষয়গুলো হচ্ছে-গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সেমিনার, সাহিত্য, কারিগরি শিক্ষার প্রভাব ও উন্নয়ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন, মূলধারায় নেতৃত্বের বিকাশ, ওয়াশিংটন মেট্রো এলাকার বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আরবান ডেভেলপমেন্ট, ন্যানো টেকনোলজির এবং এর কার্যকারিতা, স্বাস্থ্যসেবা ক্ষেত্রে এআই এর প্রভাব, তরুণ মেধাবী ছাত্র ছাত্রীদের স্কলারশিপ অ্যাওয়ার্ড, তরুণ প্রজন্মের অংশগ্রহণে সংগীত ও নৃত্য প্রতিযোগিতা, ক্ষমতায়নে নারীর ভূমিকা, অর্জন এবং তাৎপর্য, কারুপণ্য শিল্পের প্রদর্শনী, বর্ণীল ফ্যাশন শো, সাহিত্যের উপর আলোকপাত এবং কাব্য জলসা, ফোবানা গ্রন্থমেলা, যুব ফোরাম ও নেটওয়ার্কিং, এনআরবি ব্যবসায়ী এবং ব্যবসা উদ্যোক্তাদের, নেটওয়ার্কিং, বিশ্ববিদ্যালয়গুলোর এলামনাই ফোরাম নিয়ে আলোচনা, আন্তঃধর্মীয় শান্তি আলোচনা, বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী ইত্যাদি। এদিকে ‘মোদের গর্ব, মোদের দেশ-হৃদয়ে বাংলাদেশ’ প্রবাসী বাংলাদেশীদের মাতৃভূমির প্রতিএমন ভালবাসার শ্লোগান নিয়ে মিশিগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে নর্থ আমেরিকার জনপ্রিয় কালচারাল সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ‘ফোবানা’র ৩৮ তম কনভেনশন ২০২৪। সংশ্লিষ্ট রাজ্যের ডেট্রয়েট সিটির ঐতিহ্যবাহী জেইন ফিল্ডে ৩০, ৩১ আগস্ট এবং ১সেপ্টেম্বর তিন দিন ব্যাপী এই কনভেনশনকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন আয়োজক কমিটি।
আয়োজকরা জানান, এই কনভেনশন স্থলে থাকবে বিশাল সাজানো মঞ্চ। এখান থেকেই মূলত অনুষ্ঠান পরিচালনা করা হবে। এতে থাকবে মাঠ জুড়ে বহু স্টল। ইতিমধ্যে স্বস্ব ব্যক্তি বা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন অব্যাহত রেখেছেন। এসব স্টলে থাকবে নানান বাহারী সুস্বাদু খাবার ও কারুপন্য প্রদর্শনীসহ দর্শক নন্দিত আরো অনেক কিছু। ফোবানা কনভেনশনে শুধু মিশিগান নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গ রাজ্য ছাড়াও পাশ্ববর্তী রাষ্ট্র কানাডা এমনকী যুক্তরাজ্য থেকেও বাংলাদেশি তথা বাঙালিদের প্রাণবন্ত উপস্থিতি ঘটবে।
পুরো ফিল্ডে দর্শকদের ঢল এই আয়োজনটিকে প্রবাসীদের জন্য বাড়তি উপহার হিসেবে এক নতুন মাত্রায় যোগ হবে। আয়োজকরা আরো জানান, এবারের ৩৮তম ফোবানা কনভেনশনে বাংলাদেশ ও নিউইয়র্কের গুণী চিত্রাভিনেতা, ব্যান্ড তারকা, কণ্ঠশিল্পীসহ স্থানীয় অনেক প্রতিভাবান শিল্পীরা একের পর এক মনোমুগ্ধকর গান পরিবেশন করে দর্শকদের মন মাতিয়ে তুলবেন। এছাড়াও এই কনভেনশনকে ঘিরে থাকছে, প্রবাসীরা স্বাবলম্বী হওয়ার জন্য দিক নির্দেশনামূলক বিজনেস নেটওয়ার্কিং সিস্টেম উত্থাপন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রবাসীদের ভূমিকা শীর্ষক কার্যক্রম, নারীর ক্ষমতায়ন শীর্ষক কার্যক্রম, সাহিত্য ও কবিতার আসর, ইয়থ ফোরাম, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, টেলেন্ট শো, ফোবানা স্কলারশীপ প্রদান সহ আরো নানান কার্যক্রম।
 

শেয়ার করুন: