শুক্রবার, ০৯ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

দুই মাস পর দেশে ফিরলেন বিএনপি নেতা ড. মোশাররফ

ঢাকা অফিস

আপডেট: ২১:৪১, ৫ সেপ্টেম্বর ২০২৩

দুই মাস পর দেশে ফিরলেন বিএনপি নেতা ড. মোশাররফ

দুই মাস পর দেশে ফিরলেন ড. মোশাররফ

সিঙ্গাপুরে টানা দুই মাসের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। পরে ৭টার দিকে ইমিগ্রেশন শেষ করে বের হন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

শায়রুল কবির জানান, ২ মাস ৯ দিন পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন খন্দকার মোশাররফ হোসেন।

গত ২৭ জুন চিকিৎসা জন্য ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে পাড়ি জমান খন্দকার মোশাররফ হোসেন। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসা নিয়েছেন তিনি।

এর আগে ব্রেন স্ট্রোক করে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে গত ১৮ জুন ভর্তি হয়ে আট দিন চিকিৎসাধীন ছিলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

শেয়ার করুন: