বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

রাজধানীর সিদ্দিক বাজার

বিস্ফোরণে মৃতের সংখ্যা ২০, আহত ১১৭

ঢাকা অফিস:

প্রকাশিত: ২৩:৩৬, ৮ মার্চ ২০২৩

বিস্ফোরণে মৃতের সংখ্যা ২০, আহত ১১৭

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণ হওয়া ভবনের বেজমেন্ট থেকে  মােট ২০ টি মরদেহ এবং ১১৭ জন আহত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল।

বুধবার (৮ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ও ঢাকা বিভাগের উপ-পরিচালক দিনমনি শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহের ময়না তদন্ত সম্পন্ন জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। সেখানে পরিচয় শনাক্ত করা হবে। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, আরও দুটো মরদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে একজনের নাম মমিন উদ্দিন সুমন (৪৪) ও আরেকজন রবিন হোসেন শান্ত  (২০)।

তিনি বলেন, উদ্ধার হওয়া দুজন-সহ বিস্ফোরণে মোট ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 


উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের সাত তলা ওই ভবনে বিস্ফোরণ ঘটে। ভবনে থাকা বিভিন্ন দোকানের কর্মচারীদের পাশাপাশি সামনে রাস্তায় থাকা যানবাহনের যাত্রী ও পথচারীরাও হতাহত হন।

 

শেয়ার করুন: