মঙ্গলবার, ১৩ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

খান শওকতের লেখা নাটক এবার খুলনায়

নবযুগ ডেস্ক

প্রকাশিত: ০০:০৭, ৪ মার্চ ২০২৩

খান শওকতের লেখা  নাটক এবার খুলনায়

ফাইল ছবি

এবার খান শওকতের ৫টি নাটক নিয়ে নাট্যোৎসব অনুষ্ঠিত হলো খুলনার ডুমুরিয়ায়। খান শওকতের জন্মস্থান উপজেলার শাহপুরে আয়োজিত বঙ্গবন্ধু নাট্যোসবের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নারায়ন চন্দ্র চন্দ।তোমার স্বপ্ন ছড়াবো বিশ্বময়এই স্লোগানে নাট্যোৎসব অনুষ্ঠিত হয়।

শুক্র শনিবারের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএম আব্দুস সালাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান . রুবেল আনছার, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ, রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান খান শাকুর উদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক সাংস্কৃতিক সংগঠক মো. সাঈদ মাহাদী  সেকেন্দারসহ স্থানীয় আওয়ামী লীগ সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বাংলাদেশ আমেরিকা কালচারাল সোসাইটির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি মেসবাহুল আলম টুটুল। উৎসবে অংশগ্রহনকারি প্রায় হাজার দর্শক উৎসবের সফলতা কামনা করেন। ইতোপূর্বে খান শওকতের লেখা নাটক নিয়ে কলকাতা রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু নাট্যোৎসব অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন: