শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ফ্লোরিড়ায় এক বাড়ির দাম ১৭৩ মিলিয়ন ডলার

হেলিম আহমদ

প্রকাশিত: ২৩:০৯, ২৪ জুন ২০২২

ফ্লোরিড়ায় এক বাড়ির দাম ১৭৩ মিলিয়ন ডলার

প্রতিকী ছবি

রেকর্ড ১৭৩ মিলিয়ন ডলারে বাড়ি কিনে টেক টাইটান ল্যারি ইলিসন আলোড়ন সৃষ্টি করেছেন। ফ্লোরিডায় এত দামে কোনো বাড়ি বিক্রি হয়নি।

ওরাকলের প্রতিষ্ঠাতা সম্পত্তিটি ক্রয় করেছেন আরেক টেক বিলিওনিয়ার জিম ক্লার্কের কাছ থেকে। গত বছর তিনি ৬৩ হাজার বর্গ ফুটের কম্পাউন্ডটি কিনেছিলেন ৯৪ মিলিয়ন ডলারে।

এর আগে ফ্লোরিডায় সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া বাড়ির দাম ছিল ১৪০ মিলিয়ন ডলার। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানায় থাকা বাড়িটি ২০২১ সালের ফেব্রুয়ারিতে জনৈক রহস্যময় ক্রেতা কিনেছিলেন।

ইলিসনের অবশ্য বাড়ি কেনার প্রতি ঝোঁক অনেক দিন থেকেই আছে। তিনি হাওয়াই আইল্যান্ডে ৯০ একরের একটি সম্পত্তির জন্য ৩০০ মিলিয়ন ডলারের চুক্তিতে সই করেছেন। ক্যালিফোর্নিয়াতেও তার একাধিক সম্পত্তি রয়েছে।
ব্লুমবার্গের হিসাব অনুযায়ী এলিসন হলেন বিশ্বের ১১তম ধনী ব্যক্তি। তার সম্পত্তির মূল্য প্রায় ৮৩ বিলিয়ন ডলার।

এলিসনের কেনা ফ্লোরিডার বাড়িটি পাম বিচের কাছে অবস্থিত। ১২শ’ ফুট ওশ্যানফ্রন্ট এবং কয়েকটি ভবন মিলিয়ে মোট ৩০টি বেডরুম আছে এতে। বাড়িটিতে একটি প্রাইভেট ডক ও একটি থ্রি-হোল গলফ কোর্সও আছে। 

সাম্প্রতিক সময়ে অনেক বিলিয়নিয়ারই সাউথ ফ্লোরিডায় পাড়ি জমাচ্ছেন, মিয়ামি বিচ, পাম বিচে বাড়ি কিনছেন।
 

শেয়ার করুন: