বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ট্রাম্পের হাতে হঠাৎ দাগ কারণ জানালো...

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৯, ১৯ জুলাই ২০২৫

ট্রাম্পের হাতে হঠাৎ দাগ কারণ জানালো...

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে দেখা দেওয়া কিছু সামান্য লক্ষণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর হোয়াইট হাউজ তার স্বাস্থ্য নিয়ে ব্যাখ্যা দিয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের পায়ের গোড়ালির ফোলা ও ডান হাতে চোটের দাগ কোনো গুরুতর স্বাস্থ্যঝুকির ইঙ্গিত নয়।
লেভিট প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক, নৌবাহিনীর কর্মকর্তা ড. শন বার্বাবেলার একটি চিঠি পড়ে শোনান, যেখানে বলা হয়, ট্রাম্পের পায়ের সমস্যা ‘ক্রনিক ভেনাস ইনসাফিশিয়েন্সি’ অর্থাৎ বয়সজনিত রক্তনালীর দুর্বলতা, যা ৭০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে প্রায়ই দেখা যায়।
চিঠিতে বলা হয়, ট্রাম্পের পায়ের গোড়ালির ফোলা নিয়ে আল্ট্রাসাউন্ডসহ একাধিক পরীক্ষা করা হয়েছে এবং রক্ত জমাট বা গুরুতর কোনো অসুস্থতার প্রমাণ মেলেনি।
ডান হাতে দেখা দেওয়া দাগ সম্পর্কে বার্বাবেলা বলেন, অতিরিক্ত হ্যান্ডশেক ও নিয়মিত অ্যাসপিরিন সেবনের কারণে এমন দাগ দেখা দিতে পারে। প্রেসিডেন্ট নিয়মিত অ্যাসপিরিন খান হৃদরোগজনিত জটিলতা প্রতিরোধে।
সম্প্রতি ট্রাম্পের হাতে মেকআপ দিয়ে ঢেকে রাখা দাগ এবং ফুলে থাকা পায়ের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এরপর ৭৯ বছর বয়সী প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে নানা গুজব শুরু হয়।
তবে হোয়াইট হাউজের ব্যাখ্যা এবং প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট প্রকাশের পর এসব জল্পনার অবসান ঘটে।
চিকিৎসক বার্বাবেলা তার চিঠিতে লিখেছেন, ‘যতগুলো পরীক্ষার ফল পাওয়া গেছে, তাতে স্পষ্ট— প্রেসিডেন্টের হৃদযন্ত্র, কিডনি বা অন্য কোনো অঙ্গ-প্রত্যঙ্গে গুরুতর কোনো সমস্যা নেই। তার স্বাস্থ্য এখনও চমৎকার।’
 

শেয়ার করুন: