ছবি: সংগৃহীত
বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্রের সিনেটের মেজরিটি লিডার বা মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক দলের নেতা চাক শুমার। মঙ্গলবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) চাক শুমার নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি লিখেছেন, ‘আমি বাংলাদেশের পরিস্থিতি গভীর উদ্বেগ নিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। শান্তিপূর্ণ সভা-সমাবেশ এবং বিক্ষোভের অধিকার যে কোনো গণতান্ত্রিক সমাজের ভিত্তি। সহিংসভাবে শিক্ষার্থীদের বিক্ষোভ দমন করা ভুল। সেটা আরও অস্থিরতা তৈরি করবে।’
উল্লেখ্য, চাক শুমার মার্কিন সিনেটের সবচেয়ে ক্ষমতাধর নেতা। বাংলাদেশের সহিংসতা নিয়ে কথা বলা মার্কিন কর্মকর্তাদের মধ্যে তিনিই সবচেয়ে উচ্চপদস্থ।