মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

যুক্তরাষ্ট্রকে হারিয়ে  সুপার এইটে  ভারত

নিউইয়র্ক

প্রকাশিত: ১৯:৩৩, ১৪ জুন ২০২৪

যুক্তরাষ্ট্রকে হারিয়ে  সুপার এইটে  ভারত

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের গোলকধাঁধা পিচে কীভাবে ব্যাটিং করতে দেখিয়ে দিলেন সূর্যকুমার যাদব। আইপিএল মাতানো শিবম দুবের সঙ্গে ৬৭ রানের জুটি গড়ে ভারতকে তিনি এনে দিয়েছেন আসরের তৃতীয় জয়।

বুধবার (১২ জুন) চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘এ’ ম্যাচে মুখোমুখি হয় ভারত ও যুক্তরাষ্ট্র। যেখানে বিশ্বকাপের নবাগত দলটিকে ৭ উইকেটে হারিয়ে তৃতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করল আসরের অন্যতম ফেভারিট দল ভারত।বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হওয়া ম্যাচে প্রথমে ব্যাট করে ১১০ রান করে স্বাগতিক যুক্তরাষ্ট্র। নীতিশ কুমার ২৭ ও স্টিফেন টেইলর ২৪ রান করেন। আর্শদীপ সিং ৪টি ও হার্দিক পান্ডিয়া ২টি উইকেট শিকার করেন। জবাবে ১০ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় পায় ভারত।
লক্ষ্য তাড়ায় নেমে প্রথম বলেই আউট হয়ে যান বিরাট কোহলি। রোহিত শর্মাও সাজঘরে ফেরেন অতি দ্রুত, দলীয় ১০ রানে।
এরপর রিশব পান্তের সঙ্গে জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলান সূর্য। ২০ বলে ১৮ রান করে পান্ত আউট হলে শিবমের সঙ্গে জুটি গড়েন তিনি।
১০২ স্ট্রাইক রেটে ৪৯ বলে অপরাজিত ৫০ রান করেন সূর্য। ৩৫ বলে ৩১ রানে অপরাজিত থাকেন শিবম। ৭ উইকেটে ম্যাচ জেতে ভারত।
ভারতের জয়ে পাকিস্তানেরও বিশ্বকাপে টিকে থাকার আশা জিইয়ে রইল।
 

শেয়ার করুন: