শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্কে যত্রতত্র বিক্রি হচ্ছে লাইসেন্সবিহীন মারিজুয়ানা

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৫, ২০ জানুয়ারি ২০২৩

নিউইয়র্কে যত্রতত্র বিক্রি হচ্ছে লাইসেন্সবিহীন মারিজুয়ানা

ফাইল ছবি

নিউইয়র্ক সিটিতে লাইসেন্সবিহীন মারিজুয়ানার বিক্রি বেড়েই চলেছে। এটি দমনের জন্য শেরিফ এনওয়াইপিডির প্রতি আহ্বান জানিয়েছেন কাউন্সিলম্যানরা। সিটি মেয়র এরিক অ্যাডামস সম্প্রতি অবৈধ মারিজুয়ানা দমনের জন্য টাস্ক ফোর্স গঠন করেছেন। কিন্তু বিক্রি বন্ধ করাটা অনেক কঠিন কাজ বলে মনে হচ্ছে।

লাইসেন্সবিহীন স্মক শপের বিস্তার সম্পর্কে শুনানিকালে শেরিফ অ্যান্থনি মিরান্ডা বলেন, তারা দীর্ঘমেয়াদি স্বল্পমেয়াদিভিত্তিতে কাজ করছেন।

এনওয়াইপিডির এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, পাঁচটি  বরোয় ১৩ বেশি দোকানে অবৈধভাবে গাঁজা তামাকজাত পণ্য বিক্রি হয়ে থাকে।

সিটি কাউন্সিল সদস্যরা অবৈধ গাঁজা তামাক বিক্রি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছেন। তারা অভিযানের পরও অবৈধ গাঁজা তামাক বিক্রির দোকান খোলা রাখতে দেওয়ার ব্যবস্থার তীব্র সমালোচনা করেন। কেউ কেউ স্কুলের কাছাকাছি ধরনের দোকান খোলা এসব পণ্য শিশুদের কাছে বিক্রির খবরে উদ্বেগ প্রকাশ করেন।

আবার কেউ কেউ যুক্তি দেন যে অবৈধভাবে এসব পণ্য বিক্রির ফলে বৈধ বাজারের সাফল্য হ্রাস পাচ্ছে।

শেয়ার করুন: