ছবি: সংগৃহীত
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস একটি অন্তর্বর্তীকালীন চূড়ান্ত বিধি ঘোষণা করার মাধ্যমে নির্দিষ্ট কিছু কর্মসংস্থান অনুমোদনের ক্যাটাগরিতে পুনর্নবীকরণের আবেদন দাখিলকারী বিদেশিদের জন্য কর্মসংস্থান অনুমোদনের নথিপত্রের (ওয়ার্ক পারমিট ) স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর প্রক্রিয়াটি বাতিল করেছে। এই বিধির মাধ্যমে ডিএইচএস বিদেশিদের কর্মসংস্থান অনুমোদনের বৈধতা বাড়ানোর আগে তাদের যথাযথ স্ক্রিনিং এবং যাচাইকরণের বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে।
২০২৫ সালের ৩০ অক্টোবর বা তার পরে যারা তাদের ইএডি পুনর্নবীকরণের জন্য আবেদন করবেন, তারা আর স্বয়ংক্রিয়ভাবে তাদের ইএডি-এর মেয়াদ বৃদ্ধি পাবেন না। এই বিধিতে সীমিত কিছু ব্যতিক্রম রয়েছে, যার মধ্যে আইনের মাধ্যমে বা টিপিএস (টেম্পরারি প্রোটেক্টেড স্ট্যাটাস) সম্পর্কিত কর্মসংস্থান নথির জন্য একটি ফেডারেল রেজিস্টার বিজ্ঞপ্তির মাধ্যমে প্রদত্ত মেয়াদ বৃদ্ধি অন্তর্ভুক্ত।
ইএডি-এর স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি বাতিলের ফলে যুক্তরাষ্ট্রে কাজ করার জন্য কর্মসংস্থান অনুমোদনের আবেদনকারী বিদেশিদের আরো ঘন ঘন যাচাই করা হবে। ঘন ঘন বিদেশির পটভূমি পর্যালোচনা করার মাধ্যমে ইউ.এস. সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) জালিয়াতি দমন করতে এবং সম্ভাব্য ক্ষতিকর উদ্দেশ্য নিয়ে থাকা বিদেশিদের সনাক্ত করতে সক্ষম হবে, যাতে তাদের যুক্তরাষ্ট্র থেকে অপসারণের প্রক্রিয়া শুরু করা যায়।
ইউএসসিআইএস-এর পরিচালক জোসেফ এডলো বলেন, ‘ইউএসসিআইএস বিদেশি যাচাই এবং স্ক্রিনিংয়ে নতুন করে গুরুত্ব দিচ্ছে, প্রাক্তন প্রশাসন কর্তৃক কার্যকর করা সেই নীতিগুলো বাতিল করছে যা আমেরিকানদের নিরাপত্তা ও সুরক্ষার চেয়ে বিদেশিদের সুবিধাকে অগ্রাধিকার দিত। এটি একটি সাধারণ জ্ঞানভিত্তিক পদক্ষেপ, যা নিশ্চিত করে যেকোনো বিদেশির কর্মসংস্থান অনুমোদন বা নথিপত্রের মেয়াদ বাড়ানোর আগে উপযুক্ত যাচাই এবং স্ক্রিনিং সম্পন্ন হয়েছে। সকল বিদেশিকে মনে রাখতে হবে যে যুক্তরাষ্ট্রে কাজ করা একটি বিশেষ সুবিধা, কোনো অধিকার নয়।’
ইউএসসিআইএস সুপারিশ করছে যে বিদেশিরা তাদের ইএডি মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন আগে যথাযথভাবে পুনর্নবীকরণের আবেদন দাখিল করে সময়মতো নবায়নের চেষ্টা করুন। কোনো বিদেশি ইএডি পুনর্নবীকরণের আবেদন দাখিল করতে যত বেশি দেরি করবেন, তাদের কর্মসংস্থান অনুমোদন বা নথিপত্রে সাময়িক বিরতি হওয়ার সম্ভাবনা তত বেশি।
এই অন্তর্বর্তীকালীন চূড়ান্ত বিধিটি ২০২৫ সালের ৩০ অক্টোবরের আগে স্বয়ংক্রিয়ভাবে বর্ধিত ইএডিগুলোর উপর প্রভাব ফেলবে না।
কর্মসংস্থান অনুমোদনের আবেদন সম্পর্কে আরো তথ্যের জন্য, ইউএসসিআইএস-এর এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট পৃষ্ঠাটি দেখুন।

















