শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

এবারের ছুটির দিনের  উপহারে ব্যয়  বেড়েছে ২৬% 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২০:৪৯, ১২ ডিসেম্বর ২০২৫

এবারের ছুটির দিনের  উপহারে ব্যয়  বেড়েছে ২৬% 

ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কের কারণে এই বছর ছুটির দিনের উপহারের দাম আকাশ ছুঁয়েছে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে।
গ্রাউন্ডওয়ার্ক কোলাবোরেটিভ নামে একটি অমুনাফামূলক ভোক্তা অ্যাডভোকেট সংস্থার বার্ষিক উপহার নির্দেশিকা বিশ্লেষণ করে দেখা গেছে যে, এই বছর গুরুত্বপূর্ণ ছুটির সামগ্রীর দাম ২০২৪ সালের তুলনায় গড়ে ২৬% বেশি।

এই ছুটির মরসুমে বিটস সোলো ৪ হেডফোনগুলো অ্যামাজনে বিক্রি হচ্ছে ১২৯.৯৫ ডলারে— যা গত বছরের তুলনায় ৩০% বেশি। অন্যদিকে, একটি কুপার কুলার পানীয় শীতলকারীর দাম নভেম্বরে ৮৯.৯৯ ডলারে পৌঁছেছে, যা গত বছরের ২৫.৫২ ডলারের মূল্যের চেয়ে তিন গুণেরও বেশি।
অন্যান্য পণ্যের মধ্যে অ্যামাজনে একটি ইনস্ট্যান্ট ভোরটেক্স এয়ার ফ্রায়ার-ওভেন কম্বোর দাম ১১৫.৭৮ ডলার ডলার— যা গত বছরের তুলনায় ১৬% বেশি। একটি ট্রাসকো এসটি-৩৫০ টুলবক্সের দাম ৭৯.০৭ ডলার— যা গত বড়দিনের তুলনায় ৩২% বৃদ্ধি।
গ্রাউন্ডওয়ার্কের এই গবেষণা অনুসারে, শুধুমাত্র এই ছুটির মরসুমেই শুল্কের কারণে আমেরিকানদের ছুটির দিনের কেনাকাটায় ২৮ বিলিয়ন ডলার বা প্রতিটি পরিবারের জন্য প্রায়  ১৩০ ডলার অতিরিক্ত যুক্ত হতে পারে।
গবেষণাটি দেখিয়েছে, গড়ে ক্রেতারা রান্নাঘরের সামগ্রীর জন্য ৩৮% বেশি, ইলেকট্রনিক্সের জন্য ৩৪% বেশি, পোশাক ও জুতার জন্য ২০% বেশি এবং খেলনার জন্য ১৭% বেশি খরচ করছেন।
গবেষণায় বলা হয়েছে, এই তালিকাটি অ্যামাজনের সর্বাধিক বিক্রিত ছুটির উপহারগুলির “প্রতিনিধিত্বমূলক”, যার মধ্যে ১০ ডলারের মতো কম দাম থেকে শুরু করে ৫০০ ডলার পর্যন্ত দামের পণ্য রয়েছে।
অমুনাফামূলক সংস্থাটির তথ্য অনুসারে, ঐতিহাসিক মূল্যের তথ্য এই বছর এবং ২০২৪ সালের ১ নভেম্বর থেকে ১০ নভেম্বরের মধ্যে আর্কাইভ করা অ্যামাজন পণ্য তালিকা থেকে সংগ্রহ করা হয়েছে।
প্রতিবেদনটি আরো দেখা যায় যে, ৪১% ক্রেতা বলেছেন তারা এই বছর কম উপহার কিনছেন এবং ৩১% ক্রেতা কম সংখ্যক মানুষকে উপহার দিচ্ছেন। কম আয়ের পরিবারগুলি, যারা বছরে ৭৫ হাজার ডলারের কম উপার্জন করে, তারা তাদের ছুটির বাজেট ১০০ ডলার কমিয়ে দিয়েছে।
ওয়েনস বলেছেন, উপহার নির্দেশিকার বহু পণ্য বিদেশ থেকে তৈরি হওয়ার কারণে শুল্কের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মাইক্রোসফট এই বছর দুবার তাদের এক্সবক্স কনসোলের দাম বাড়ানোর কারণ হিসাবে শুল্ককে উল্লেখ করেছে— যার মধ্যে কিছু কনসোলের দাম ৭০ ডলার বাড়ানো হয়েছে। সনিও শুল্কের প্রতিক্রিয়ায় প্লেস্টেশন ৫-এর দাম ৫০ ডলার বাড়িয়ে একই পথ অনুসরণ করেছে।
একটি বার্বি বক্সার ডলের দাম এখন ২৪% বেশি, বা ১৫.৯৯ ডলার। একটি মনস্টার জ্যাম মার্ভেল স্পাইডার-ম্যান মনস্টার ট্রাকের দাম ২৫% বেড়ে ১১০ ডলার হয়েছে। একটি ফ্লাইবার পোগো স্টিকের দাম ১৫% বেড়ে ৪৫.৮৪ ডলার হয়েছে।
 

শেয়ার করুন: