ছবি: সংগৃহীত
লেনক্স হিল হাসপাতাল এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে বছরব্যাপী চলা বিরোধ অব্যাহত রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আধুনিকীকরণের জন্য সম্প্রসারণ প্রয়োজন। কিন্তু কিছু বাসিন্দা মামলা দায়ের করে দাবি করছে যে প্রকল্পটি এলাকার জীবনযাত্রার মান ব্যাহত করবে।
কমিটি টু প্রোটেক্ট আওয়ার লেনক্স হিল নেইবারহুড-এর বোর্ড সদস্য স্ট্যাসি ক্রুশ বলেন, ‘এটা সেই একই কথা যা আমরা প্রথম দিন থেকেই, পাঁচ-ছয় বছর আগে থেকে বলে আসছি, যে এটির আকার ও পরিধি এলাকার জন্য অনেক বেশি বড়।’
এই অমুনাফামূলক কমিটিটি মঙ্গলবার লেনক্স হিল হাসপাতালের মালিক নর্থওয়েল হেলথ— সিটি কাউন্সিল এবং সিটি প্ল্যানিং ডিপার্টমেন্টের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদি। তারা একটি নতুন ৩৭০ ফুট উঁচু টাওয়ার নির্মাণের মাধ্যমে হাসপাতাল সম্প্রসারণের পরিকল্পনাকে চ্যালেঞ্জ জানিয়েছে।
কমিটি বলছে, আগস্ট মাসে সিটি কাউন্সিলের জোনিং পরিবর্তনের অনুমোদন, যা নির্মাণের অনুমতি দেয়, তা স্টেট এনভায়রনমেন্টাল কোয়ালিটি রিভিউ অ্যাক্ট লঙ্ঘন করেছে।
ক্রুশ বলেন, ‘এটি একটি আবাসিক এলাকা, এবং লেক্সিংটন অ্যাভিনিউ অন্যদের তুলনায় অনেক ছোট, এটি এখানে একদমই মানানসই নয় এবং এলাকার চরিত্র চিরতরে পাল্টে দেবে, শুধুমাত্র তাদের আনুমানিক ১০ বছরেরও বেশি সময় ধরে চলা নির্মাণের কারণে নয়।’
নর্থওয়েল বছরের পর বছর ধরে সম্প্রসারণের প্রস্তাবটি পরিবর্তন করেছে যাতে এলাকার উদ্বেগের সমাধান করা যায়, তারা টাওয়ারের উচ্চতা ৪৩৬ ফুট থেকে কমিয়ে ৩৭০ ফুট করেছে।
সমর্থকরা বলছেন, হাসপাতালটির পুনরুজ্জীবন মানসিক স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবাগুলোতে প্রবেশাধিকার বাড়াবে একটি নতুন বহির্বিভাগীয় মানসিক স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে, হাসপাতালের জরুরি বিভাগ সম্প্রসারিত হবে এবং একটি ডেডিকেটেড মা ও শিশুর হাসপাতাল যোগ হবে, পাশাপাশি একটি ড্রাইভ-থ্রু অ্যাম্বুলেন্স বে যুক্ত হবে।
তবে কিছু বাসিন্দা বলছেন, এই এলাকায় যথেষ্ট হাসপাতালের শয্যা রয়েছে এবং শহরের অন্যান্য অংশে আরো শয্যা প্রয়োজন।
ক্রুশ বলেন, ‘আপার ইস্ট সাইডে আর কোনো হাসপাতালের শয্যার প্রয়োজন নেই। আমাদের শহরে এমন এলাকা আছে যেখানে হাসপাতাল নেই, তাই তাদের উচিত হাসপাতালের আরো সম্পদ শহরের অন্য কোথাও স্থানান্তর করা।’

















