
ছবি: সংগৃহীত
নাসাউ কাউন্টি চলতি বছর তিন হাজার অবৈধ অভিবাসীকে আটক করবে। ফেডারেল সরকারের সাথে করা একটি বিশেষ চুক্তি অনুযায়ী এমনটা করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এই কাউন্টির পুলিশ সদস্যরা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এজেন্টদের সাথে এ নিয়ে কাজ করছে বলেও জানানো হয়েছে।
কাউন্টি কর্মকর্তারা জানিয়েছেন, বছরের শেষ নাগাদ তারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী হাজার হাজার অভিবাসীকে আটক করবে।
এই চুক্তি অনুযায়ী, আইস প্রতি রাতে ১৯৫ ডলার হারে ইস্ট মিডোর কারাগারে ৫০টি পর্যন্ত কক্ষ ভাড়া করবে।
নাসাউ কাউন্টির এক্সিকিউটিভ ব্রুস ব্লেকম্যান এক বিবৃতিতে বলেছেন, ‘প্রতিটি কমিউনিটি, বিশেষ করে নাসাউ কাউন্টির হিস্পানিক আমেরিকান কমিউনিটি আইসিইর সাথে আমাদের এই সহযোগিতাকে সমর্থন করে, যাতে তাদের এলাকাগুলো নিরাপদ থাকে এবং তাদের স্কুলগুলোতে ভিড় না বাড়ে।’
চলতি বছরের শুরুর দিকে নাসাউ কাউন্টি আইসিইর সাথে একটি চুক্তি করে, যার ফলে ১০ জন কাউন্টি পুলিশ অভিবাসন-সংক্রান্ত বিষয়ে ফেডারেল সংস্থাটির সাথে প্রশিক্ষণ নেবে।
উল্লেখ্য, নাসাউ কর্মকর্তারা জুলাই মাসে বলেছিলেন যে যৌথ উদ্যোগের ফলে ১,৪০০ অভিবাসীকে আটক করা হয়েছে। আর বর্তমানে আটকের সংখ্যা ২,১৮৮ জনে পৌঁছেছে।
কাউন্টিটি জানিয়েছে, এখন পর্যন্ত প্রতি মাসে গড়ে ২৭৪ অভিবাসীকে আটক করা হয়েছে। আর জুন মাসে সর্বোচ্চ ৪৩৭ অভিবাসীকে আটক করা হয়েছিল।
এদিকে নিউ ইয়র্ক সিভিল লিবার্টিজ ইউনিয়ন আইসিইর সাথে এই চুক্তি করায় নাসাউ এবং কাউন্টি পিডি (পুলিশ বিভাগ) এবং পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডারের বিরুদ্ধে মামলা করেছে।