ছবি: সংগৃহীত
ন্যাশনাল হাইওয়ে ট্র্যাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্টেলান্টিস পার্কিং ফাংশনে একটি ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রে ২ লাখ ৯৮ হাজারেরও বেশি ডজ গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে। এই ত্রুটির ফলে গাড়িগুলোকে গড়িয়ে যেতে পারে। এই প্রত্যাহারে নির্দিষ্ট ২০১৩-২০১৬ মডেলের ডজ ডার্ট গাড়িগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
ডিট্রয়েট-ভিত্তিক এই গাড়ি নির্মাতা একটি প্রত্যাহার প্রতিবেদনে জানিয়েছে যে, প্রত্যাহার করা ২,৯৮,৪৩৯ ইউনিটের প্রায় ২ শতাংশ বা আনুমানিক ৫,৯৬৯টি গাড়িতে এই ত্রুটি থাকতে পারে।
ত্রুটিপূর্ণ শিফটার কেবল ট্রান্সমিশন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, যার ফলে গাড়িটি পার্কিং মোডে যেতে বাধা পায় এবং গাড়ি গড়িয়ে যেতে শুরু করে।
এই ত্রুটির কারণে পার্কিং ফাংশনটি এমনভাবে নষ্ট হতে পারে যা আর পুনরুদ্ধার করা সম্ভব নয়, অথবা গাড়িটি অনিচ্ছাকৃতভাবে হঠাৎ যেকোনো দিকে চলতে শুরু করতে পারে যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
স্টেলান্টিসের মালিকানায় জিপ, রেম এবং ক্রাইসলারের মতো ব্র্যান্ডও রয়েছে। তারা জানিয়েছে যে এই প্রত্যাহারের সাথে সম্পর্কিত কোনো দুর্ঘটনা বা আঘাতের খবর তাদের জানা নেই।
একই ২০১৩-২০১৬ ডজ ডার্ট গাড়িগুলো ২০১৯ সালেও একই ধরনের ত্রুটিপূর্ণ শিফটার কেবলের সমস্যার জন্য প্রত্যাহার করা হয়েছিল। ওই গাড়িগুলো তখন প্রত্যাহারের জন্য ডিলারশিপে আনা হয়েছিল এবং মেরামত করা হয়েছিল।
ত্রুটি মেরামতের ব্যবস্থা অনুসন্ধান হচ্ছে। স্টেলান্টিস জানিয়েছে যে তারা ২০২৫ সালের নভেম্বর মাসের ৬ তারিখের মধ্যে নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে মালিকদের সতর্ক করে নোটিফিকেশন চিঠি ডাকযোগে পাঠাবে।
গাড়ি নির্মাতা সংস্থাটি আরো জানিয়েছে যে সমাধানটি পাওয়া গেলে মালিকদের কাছে দ্বিতীয় একটি নোটিশ পাঠানো হবে।

















