শনিবার, ০২ আগস্ট ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

মিডটাউন গোলাগুলির প্রেক্ষাপটে ক্যাথি হোকুল

নিউইয়র্ক রাজ্যের বন্দুক আইন  অন্যদেরও গ্রহণ করা উচিত 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩১, ১ আগস্ট ২০২৫

নিউইয়র্ক রাজ্যের বন্দুক আইন  অন্যদেরও গ্রহণ করা উচিত 

ছবি: সংগৃহীত

মিডটাউন গোলাগুলির প্রেক্ষাপটে অন্য রাজ্যগুলোকেও নিউ ইয়র্কের বন্দুক আইন গ্রহণ করার আহ্বান জানিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। তিনি নিউইয়র্কের আইনকে যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে কঠিন বন্দুক আইন’ হিসেবে অভিহিত করে ‘ইনসাইড সিটি হলকে’ দেওয়া এক সাক্ষাতকারে বলেন, এ কারণেই অন্যদের উচিত নিউ ইয়র্ককে মডেল হিসেবে বিবেচনা করা।

তিনি বলেন, ‘আমরা যা করছি, তা যদি প্রতিটি রাজ্য নিজেদের মতো করে করে, তবে রাজ্যগুলোও নিরাপদ থাকার দাবি করতে পারবে।’
তিনি বলেন, ‘দেশের বড় রাজ্যগুলোর মধ্যে বন্দুক ব্যবহার করে নরহত্যার হারের দিক থেকে আমরাই সবার নিচে আছি। আইনগুলো কাজ করছে। আমাদের বন্দুক আইন সুরক্ষা দিচ্ছে বলেই অনেক বেশি লোক আমাদের রাজপথগুলোতে হাঁটতে পারছে, জীবিত থাকতে পারছে।’
কর্মকর্তারা জানাচ্ছেন, ম্যানহাটনে সোমবার চার ব্যক্তিকে যে বন্দুক দিয়ে হত্যা করা হয়েছিল, সেটি লাস ভেগাস থেকে কেনা হয়েছিল।
গভর্নর হোকুল ১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের কার্যকর অস্ত্র নিষেধাজ্ঞা আইনটি আবার চালু করারও আহ্বান জানান।
তিনি বলেন, ‘আগ্নেয়াস্ত্রের ব্যাপারে আমাদের বক্তব্য হলো, এগুলৈা জাতীয়ভাবে নিষিদ্ধ হওয়া দরকার। এটা প্রয়োগ করার মতো বিষয়। এটি একটি পুরো দশক আমাদের মধ্যে ছিল।’
তিনি এরপর প্রেসিডেন্ট নির্বাচনের বছরই মেয়র ও স্থানীয় নির্বাচনগুলো আয়োজন নিয়ে কথা বলেন।
তিনি বলেন, একই বছর সব নির্বাচন হলে ভোটার উপস্থিতি বেশি হবে এবং স্থানীয় ইস্যুগুলো চাপা পড়ে যেতে পারে।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে সব নির্বাচন প্রেসিডেন্ট নির্বাচনের বছরে হলে অনেক বেশি আগ্রহের সৃষ্টি হবে।’
তিনি আরো বেশি আসন পাওয়ার জন্য জনসংখ্যার আলোকে আসন পুনঃবিন্যাসের টেক্সাস পরিকল্পনা নিয়ে রিপাবলিকান আইনপ্রণেতাদের উদ্যোগের বিরুদ্ধেও কথা বলেন।
তিনি বলেন, তারা আইনের আলোকে কাজ করছে না। তিনি বলেন, নিউ ইয়র্ক এর বিরুদ্ধে প্রত্যাঘাত করবে।
 

শেয়ার করুন: