শনিবার, ০২ আগস্ট ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বাধ্যতামূলক বার্থরাইট সিটিজেনশিপ অর্ডার বলবতের পরিকল্পনা প্রকাশ

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৭, ১ আগস্ট ২০২৫

বাধ্যতামূলক বার্থরাইট সিটিজেনশিপ অর্ডার বলবতের পরিকল্পনা প্রকাশ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী নির্দিষ্ট শ্রেণির শিশুদের স্বয়ংক্রিয় বার্থরাইট সিটিজেনশিপ বাতিল করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশটি কার্যকর করার বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেছে হোয়াইট হাউস। ফেডারেল আদালতের সাম্প্রতিক এক রুলিংয়ের ফলে ট্রাম্পের নির্দেশটি বর্তমানে স্থগিত থাকলেও সরকারি সংস্থাগুলো ভবিষ্যতে নির্বাহী আদেশটি প্রয়োগ করার প্রস্তুতি নিয়ে রাখছে। এতে করে অভিবাসী, মার্কিন নাগরিক ও নিয়োগকর্তাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, চতুর্থদশ সংশোধনী এবং দীর্ঘ দিনের নজিরের আলোকে বার্থরাইট মা-বাবার নাগরিত্ব যাই হোক না কেন, যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণকারী যেকোনো শিশুই স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়ে যাবে। কিন্তু যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী কিংবা সাময়িক ভিসার আওতায় বসবাসকারী মা-বাবার সন্তানদের জন্য এই নিয়ম বাতিল করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশ জারি করেন। এটি বর্তমান আইনের সাথে বড় ধরনের সাংঘর্ষিক। ব্যতিক্রমের মধ্যে উদ্বাস্তুদের শিশু, আশ্রয়প্রার্থী এবং গ্রিন কার্ডধারীরাও থাকবে।
নির্বাহী আদেশটি এখনো কার্যকর না হলেও ইউএসসিআইএস, পররাষ্ট্র দফতর, এসএসএ ইত্যাদি প্রশাসনের ইচ্ছাপূরণে সক্রিয় হয়ে পড়েছে। প্রস্তাবিত নির্দেশে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুদের ইউএস পাসপোর্ট, সোস্যাল সিকিউরিটি ননম্বর (এসএসএন) এবং ফেডারেল সুবিধা পাওয়ার ক্ষেত্রে অনেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এত দিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুর সনদপত্রই তার মার্কিন নাগরিকত্ব পাওয়ার জন্য পর্যাপ্ত প্রমাণ হিসেবে গণ্য হতো। সনদপত্র দিয়েই শিশুর মা-বাবা তার পাসপোর্ট, এসএসএন ও ফেডারেল বেনিফিটগুলো সংগ্রহ করে নিতে পারতেন। মা-বাবার নাগরিকত্ব বা ইমিগ্রেশন স্ট্যাটাস বিবেচ্য বিষয় ছিল না। 
কিন্তু নতুন ব্যবস্থায় আগে মা-বাবার মর্যাদা আগে যাচাই করা হবে। তাদের সংশ্লিষ্ট নতিপত্রও  জমা দিতে হবে। মা-বাবার অন্তত একজনের নাগরিকত্ব বা বৈধ অভিবাসীর মর্যাদা থাকতে হবে বলে নতুন ব্যবস্থায় বলা হয়েছে।
নতুন ব্যবস্থাটি ব্যক্তি ও পরিবারের ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
 

শেয়ার করুন: