রোববার, ০৬ জুলাই ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সেইসাথে গোলাগুলিও ডবল-ডিজিটে হ্রাস পেয়েছে 

নিউইয়র্ক সিটিতে বড় অপরাধ কমেছে

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:২১, ৫ জুলাই ২০২৫

নিউইয়র্ক সিটিতে বড় অপরাধ কমেছে

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটিতে সকল ধরনের বড় অপরাধ কমেছে। সেইসাথে গোলাগুলিও ডবল-ডিজিটে হ্রাস পেয়েছে। নিউইয়র্ক পুলিশ বিভাগের নতুন পরিসংখ্যানে এই তথ্য পাওয়া গেছে। পরিসংখ্যানে দেখা যায়, গত মাসে সকল ধরনের অপরাধ ৬ শতাংশ কমেছে। খুন কমেছে ১৩.৯ শতাংশ। খুন আগের মাসে যেখানে হয়েছিল ৩৬টি, জুনে হয়েছে ৩১টি। ডাকাতি ১,৪৪৫টি থেকে কমে হয়েছে ১,৩৫৯টি। ছিঁচকে চুরি ১০.৬ শতাংশ কমেছে। মে মাসে যেযখানে হয়েছিল ৯৮৯টি, সেখানে জুনে হয়েছে ৮৮৪টি। গাড়ি চুরি কমেছে ৪.৫ শতাংশ। 

পুলিশের প্রতিবেদনটিতে বলা হয়, জানুয়ারিত থেকে জুন পর্যন্ত গোলাগুলি হয়েছে ৩৩৭টি। আগের বছরের একই সময়ের তুলনায় তা কমেছে ২৩ শতাংশ। আর আলোচিত সময়ে গোলাগুলির শিকার হয়েছেন ৩৯৭ জন। আগের বছরের একই সময়ের তুলনায় তা ২৪ শতাংশ কম।
পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, ‘চলতি বছরের প্রথম ছয় মাসে নিউ ইয়র্ক সিটি রেকর্ড করা ইতিহাসে সবচেয়ে কম গোলাগুলির শিকার এবং গোলাগুলি হয়েছে। এ ধরনের রেকর্ড এমনি এমনি হয় না। এগুলো ঘটেছে কৌশলী পদক্ষেপ গ্রহণ, বিরামহীন কাজের ফলে।’
এদিকে আগের বছরের তুলনায় নগরীতে ট্রানজিট অপরাধ কমেছে ৬.৪ ভাগ। ২০২৪ সালের জুনে সাবওয়ে সিস্টেমে অপরাধ হয়েছে ১৭৫টি। আগের বছরের জুনে তা ছিল ১৮৭টি।
জুনে হেইট ক্রাইম কমেছে ২২ শতাংশ। আগের বছরের জুনের ৭৬টির স্থানে এবার হয়েছে ৫৯টি।
 

শেয়ার করুন: