বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বন্ধ হয়ে যাচ্ছে  রাইট এইডের  দোকানগুলো

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৩, ৬ জুন ২০২৫

বন্ধ হয়ে যাচ্ছে  রাইট এইডের  দোকানগুলো

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির রাইট এইড স্টোরগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর এতে করে পাঁচ শতাধিক রাইট এইড কর্মীর জীবনে নেমে আসছে কঠিন সময়। আর নিউইয়র্কের লোকজনের মধ্যেও পড়বে বড় ধরনের প্রভাব। এই বিপর্যয়ের কথা গত মাসেই জানানো হয়েছিল। ওই সময় রাইট এইড ঘোষণা করেছিল যে তারা স্বেচ্ছায় চ্যাপ্টার ১১ দেউলিয়ার জন্য আবেদন করেছে। তারা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, তারা তাদের সম্পদ বিক্রির সর্বোচ্চ চেষ্টা করছে।
এছাড়া তারা একটি চিঠিতে কর্মীদেরকে ছাঁটাইয়ের কথাও প্রকাশ করেছিল। তারা বলেছিল যে অর্থনীতিতে ব্যাপক নি¤œগতি, সরবরাহকারী ও ভূস্বামীদের কাছ থেকে পরিচালনা ব্যয় বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

নগরীর ৩৩টি রাইট এইড স্টোরে প্রায় ৫২৭ কর্মী কাজ করছেন।
ওয়েস্ট ভিলেজের হাডসন স্ট্রিটে রাইট এইডের সেবা গ্রহণকারী স্থানীয়রা জানান, তারা তাদের এলাকায় এ ধরনের একটি দোকান না থাকায় সমস্যায় পড়বেন।
অবশ্য, রাইট এইডের দোকান বন্ধ কেবল নিউইয়র্ক সিটিতেই হচ্ছে না। পুরো যুক্তরাষ্ট্রেই তাদের এবং অন্যান্য প্রতিষ্ঠানের ফার্মেসিগুলো বন্ধ হচ্ছে।
২০১৯ সালে রাইট এইডের দোকান ছিল ২,৪০০-এর বেশি। বর্তমানে রয়েছে মাত্র ১,২৫০টি।  আর সিভিএসের দোকান ছিল প্রায় ৯,৯০০টি। এখন রয়েছে মাত্র ৯,০০০-এর সামান্য বেশি।
রাইট এইড জানিয়েছে, তারা তাদের প্রেসক্রিপশনগুলো অন্যান্য ফার্মেসিতে স্থানান্তর করার জন্য ক্রেতাদের সাথে কাজ করছে। 
এ ব্যাপারে রাইট এইডের কাছ থেকে মন্তব্য চাওয়া হলেও তারা তাতে সাড়া দেয়নি।
 

শেয়ার করুন: