ফাইল ছবি
নিউইয়র্ক সিটির রাস্তা থেকে মানসিকভাবে অসুস্থদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করা হয়েছিল এক বছর আগে। মেয়র এরিক অ্যাডামস এবার তার ওই পরিকল্পনার যথার্থতা সম্পর্কে সাফাই গেয়েছেন।
তিনি বলেন, প্রতি সপ্তাহে গড়ে ১৩৭ জন মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়।

এখন পর্যন্ত নিউ ইয়র্কের দুটি তালিকায় থাকা ১০০ রোগীর মধ্যে ৫৪ জনকে হাসপাতাল কিংবা অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে।
অ্যাডামস সিটি হলে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই ৫৪টি জীবন অত্যন্ত মূল্যবান এবং নিউ ইয়র্কারদের প্রাত্যাহিত জীবনে তারা অনেক কিছু। আমরা তাদের সহায়তা করেছি। তাদের জীবন এখন সঠিক পথে রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা পরিষ্কার হতে চাই। আমরা জানি, আমাদের আরো কিছু করার আছে। আমরা এখন সঠিক পথে আছি।’
অ্যাডামস গত বছরের ২৯ নভেম্বর গৃহহীনদের সুন্দর জীবন প্রদানের ঘোষণা দিয়েছিলেন। মানসিকভাবে অসুস্থ ভবঘুরেদের কারণে সাবওয়েতে সহিংসতা সৃষ্টির প্রেক্ষাপটে তিনি ওই ঘোষণা দিয়েছিলেন।

তবে কাজটি সহজ ছিল না। নিউ ইয়র্ক সিটি এ ধরনের উদ্যোগ আগে কখনো গ্রহণ করেনি।
এক বছর পর অ্যাডামস বলছেন, চলতি অর্থবছরে এক হাজার গৃহহীনকে স্থায়ী বাড়িতে সরিয়ে নেওয়া হয়েছে। সংখ্যাটি ২০২২ অর্থবছরের চেয়ে দ্বিগুণেরও বেশি।

















