
লালন উৎসবে অতিথিদের সঙ্গে নুরুল আজিম (ডানে)
গত রোববার জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে আয়োজন করা হয় লালন উৎসবের। নিউইয়র্কের সংস্কৃতি অঙ্গনে এ উৎসব দারুণ সাড়া জাগিয়েছে। প্রবাসী এবং লালন ভক্তরা দিনব্যাপী লালনময় ছিলেন উৎসবে।
অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মঞ্চ থেকে চোখ ফেরানো যায়নি। লালনকে ঘিরে একের পর এক অনবদ্য পরিবেশনায় আমিসহ সবাই মুগ্ধ হয়েছি। এ ধরনের একটি অনুষ্ঠান নিউইয়র্কের সংস্কৃতি অঙ্গনকে মানসম্মত অনুষ্ঠান করার তাগিদ দিয়ে গেলো।
আমি লালন উৎসবের টাইটেল স্পন্সর ছিলাম। গর্ব হচ্ছে এ ধরনের একটি অনুষ্ঠানের সঙ্গে আমি বা আমার রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ইর্স্টাণ ইনভেস্টমেন্ট যুক্ত থাকতে পারায়।
আমরা বহু অনুষ্ঠানে স্পন্সর করি, কিন্তু লালন উৎসব ছিল একটি ভিন্নধর্মী অনুষ্ঠান। আমি এ অনুষ্ঠানের অংশ ছিলাম ভাবতেই ধন্য হচ্ছি।