বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

আমেরিকায় নতুন কাজে আবুল হায়াৎ, নির্মাতা হাসান জাহাঙ্গীর  

প্রকাশিত: ২১:০৪, ২০ অক্টোবর ২০২৩

আমেরিকায় নতুন কাজে আবুল হায়াৎ, নির্মাতা হাসান জাহাঙ্গীর  

ফাইল ছবি

বর্ষিয়ান অভিনেতা আবুল হায়াতকে এখন আর খুব একটা অভিনয়ে দেখা যায় না। তবে মাঝে মাঝে বিশেষ কিছু কাজে তাকে দেখা যায়। সর্বশেষ তাকে নিয়ে ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ডিসটেন্স’ নির্মাণ করেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। সম্পর্কের টানাপড়েণের গল্পের সেই ধারাবাহিকটির পর আবুল হায়াতে নতুন কোনো ধারাবাহিকে দেখা যায়নি। এই অভিনেতা এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই তাকে নিয়ে নতুন একটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন বলে জানালেন হাসান জাহাঙ্গীর। 

তিনি জানান, আবুল হায়াৎকে নিয়ে আমি ক’দিন আগেই একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলাম। এবার  নিউইয়র্কের গোল্ডেন এইজ হোম কেয়ারের একটি বিজ্ঞাপন নির্মাণ করলাম।  পাশাপাশি স্থানীয় বেশ ক’জন শিল্পী কলাকুশলীদের নিয়ে ডজন খানেক অর্ধ ডজন বিজ্ঞাপন নির্মাণ করেছি। 

যুক্তরাষ্ট্র থেকে হাসান জাহাঙ্গীর আরও বলেন, ‘দুবাইয়ে নির্মিত মোল্লা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজ্ঞাপনটি আমাকে অনেক সাফল্য দিয়েছে। আশা করি আবুল হায়াত ভাইকে নিয়ে নতুন টিভিসিটিও দর্শক উপভোগ করবেন।’

এ মাসের শেষ সপ্তাহে যাবেন কানাডায়। সেখানেও অনেক কাজে হাত দেবেন। এরপর লন্ডন ও কানাডা সফর করবেন। কাতারেও কিছু টিভিসি নির্মাণ করার পরিকল্পনা রয়েছে তার।

শেয়ার করুন: