
দুই দিনের বাংলাদেশ সম্মেলন শুরুর জোর প্রস্তুতি
প্রবাসে শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য হোক আমাদের নতুন কিছু করার প্রত্যয় নিয়ে দুই দিন ব্যাপী পঞ্চম বাংলাদেশ সম্মেলনের কাজ এগিয়ে চলছে। দুই দিনব্যাপী এই সম্মেলনে থাকছে নাচ গান, সেমিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
রয়েছে শাড়ি কাপড় ও রকমারি জুয়েলারি স্টল। কাল শনি ও রোববার দুপুর তিনটা থেকে রাত বারোটা পর্যন্ত চলবে দুইদিন ব্যাপী সম্মেলন।
দেশ ও প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী সংগীত পরিবেশন করবেন। কোনরকম টিকিট ছাড়াই উপভোগ করতে পারবেন বাউল পবন দাস, সেলিম চৌধুরী, বিন্দুকনা, প্রতীক হাসান টিনা রাসেল সহ উত্তর আমেরিকার জনপ্রিয় কণ্ঠ শিল্পীদের পরিবেশনা। সেমিনারে অংশগ্রহণ করবেন দেশ ও প্রবাসের খ্যাতিনাম ব্যক্তিরা।