ছবি: সংগৃহীত
বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশনের হেড অব নিউজ, বিশিষ্ট সাংবাদিক সালাহউদ্দিন আহমেদ দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাতে জ্যামাইকায় এ ঘটনা ঘটে। রাত প্রায় ১২ টার দিকে হিলসাইডের বাসায় কাছাকাছি আসলে দুই দুর্বৃত্ত সালাহউদ্দিন আহমেদের গতিরোধ করে। দুর্বৃত্তরা তাকে
ঝাপটে ধরে এবং পকেটে থাকা ওয়ালেট ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা সালাহউদ্দিন আহমেদের কাছ থেকে সবকিছু নিয়ে চম্পট দেয়। পথচারিরা ৯১১ কল করলে অ্যাম্বুলেন্স এসে তাকে কুইন্স হাসপাতালে ভর্তি করান। রাতে চিকিতসা শেষে সকালে বাসায় আসেন সালাহউদ্দিন আহমেদ। ডাক্তাররা তাকে কয়েকদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন। বিশিষ্ট সাংবাদিক সালাহউদ্দিন আহমেদের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন কমিউনিটির বিশিষ্টজনরা। তারা দুর্বৃত্তদের দের গ্রেফতারেরও দাবী জানান।

















