শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বৈরি পরিবেশ উপেক্ষা করে অংশগ্রহণ

নিউইয়র্কে চট্টগ্রাম সমিতির  বিশাল মেজবান অনুষ্ঠিত

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৭, ১৭ অক্টোবর ২০২৫

নিউইয়র্কে চট্টগ্রাম সমিতির  বিশাল মেজবান অনুষ্ঠিত

ছবি - নবযুগ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে গত ১২ অক্টোবর, রোববার নিউইয়র্ক সিটির ব্রুকলিনে পাবলিক স্কুল-১৭৯ এর মিলনায়তনে উত্তর আমেরিকাস্থ চট্টগ্রাম সমিতির উদ্যোগে বিশাল এক দোয়া মাহফিল এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘মেজবান’ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত বীর চট্টলার পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারি প্রবাসীরা সপরিবারে অংশ নেন এই মাহফিলে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন মুফতি মোহাম্মদ আনসারুল করিম আল আজহারী।

মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতির সভাপতি মো. আবু তাহের। সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ মঈন চৌধুরী, দেশ ও প্রবাসে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ও সভাপতি এম এ কাদের মিয়া, চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এম এ রহিম, সাবেক কো চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী, সাবেক সভাপাতি মোহাম্মদ হানিফ, সাবেক সভাপতি কাজী সাখাওয়াত আজম, সাবেক সেক্রেটারি মোর্শেদ রিজভী, প্রমুখ। সকল বক্তাই বীর চট্টলার প্রবাসীগণকে অভিনন্দন জানিয়ে বলেন, এই মাহফিলের মধ্যদিয়ে তারা ঐক্যের সুমহান এক ঐতিহ্যকে এগিয়ে নেয়ার পথ সুগম করলেন।
এই মাহফিলের জন্যে গঠিত সাব কমিটির আহবায়ক মো. টি আলম, যুগ্ম আহবায়ক মো. কলিমউল্লাহ, সদস্য সচিব শফিকুল আলম, যুগ্ম সদস্য-সচিব মোহাম্মদ ঈশা, প্রধান সমন্বয়কারি আরিফ চৌধুরী এবং সমন্বয়কারি তানিম মহসিন ছিলেন অতিথি আপ্যায়নে।
দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও স্কুলের মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়েছিল। উল্লেখ্য, ১৯৮৯ সালে চট্টগ্রাম সমিতি প্রতিষ্ঠিত হয় ‘ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপনের মধ্যদিয়ে। এবারের আয়োজনেও সপরিবারে বিপুলসংখ্যক প্রবাসীর সমাগম ঘটায় সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন সমিতির সভাপতি মো. আবু তাহের এবং সেক্রেটারি আরিফুল ইসলাম।
 

শেয়ার করুন: