সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

‘কুরআন একাডেমি ফর ইয়ং স্কলার্স-কাফিস’

নিউইয়র্ক

প্রকাশিত: ২২:০৯, ১২ অক্টোবর ২০২৫

‘কুরআন একাডেমি ফর ইয়ং স্কলার্স-কাফিস’

ছবি - নবযুগ

পবিত্র কোরআনের আলোকে জীবন গড়ায় উত্তর আমেরিকায় বিশেষ ভূমিকা রাখছে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা-মুনা। সংগঠনটি মনে করছে উত্তর আমেরিকায় মুসলিম কমিউনটির সংখ্যা বাড়লেও শিক্ষা ক্ষেত্রে মুসলমানরা তুলনামূলকভাবে অনেক পিছিয়ে রয়েছেন। বিশেষ করে বাংলাদেশী মুসলিম কমিউনিটিতে ইসলামিক স্কলারের বড় অভাব।

পাশাপাশি নানা কারনে ইসলামিক নেতৃত্বও গড়ে উঠছে না। মুসলিম কমিউনিটির সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে শিক্ষা ক্ষেত্রে মুনা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য প্রতিষ্ঠা করা হয়েছে ‘কুরআন একাডেমী ফর ইয়ং স্কলার্স’ (কাফিস)।  
ইতিমধ্যেই কাপিস-এর জন্য নিউইয়র্ক সিটির কুইন্সের জামাইকায় (১৬৬-১৫ ৮৯ এভিনিউ) বিশালাকারের একটি ভবন সহ জায়গা ক্রয় করা হয়েছে। আগামীতে পুরতন ভবনটি ভেঙ্গে সুবিশাল ভবন তৈরীর মাধ্যমে একটি আধুনিক একাডেমী ভবন গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। ব্যতিক্রমী এই উদ্যোগে ইমিধ্যেই যারা আর্থিক অনুদান দিয়ে বা কর্জে হাসানা দিয়ে সহযোগিতা করেছেন সেইসব দাতাদের সম্মানে গত ৪ অক্টোবর শনিবার সন্ধ্যায় একাডেমী ভবনে ‘ডোনার অ্যাপ্রিসিয়েশন ডিনার’ পার্টিও আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে কাফিস প্রতিষ্ঠার প্রেক্ষাপট, পরিকল্পনা আর ভবিষ্যত কর্মসূচী স্লাইড শো’র মাধ্যমে তুলে ধরেন মুনা’র সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ও কাফিস-এর জ্যামাইকা শাখার ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান হারুন-অর রশীদ। একাডেমীটি প্রতিষ্ঠায় সবার অব্যাহত সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন মুনা’র ন্যাশনাল সেক্রেটারী আরমান চৌধুরী, জ্যামাইকা মুসলিম সেন্টার পরিচালনা কমিটির সভাপতি ডা. মাহমুদুর রহমান তুহিন, ইকনা মার্কাস মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জব্বার, মুনা’র সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ও কাফিস-এর চেয়াম্যান মোহাম্মদ নূরুজ্জামান, ইকনা মসজিদের ইমাম মওলানা সাইদুর রহমান, পার্কচেষ্টার ইসলামিক সেন্টারের ট্রাষ্টিবোর্ড মেম্বার মাহমুদুল হাসান, মুনা নিউইয়র্ক নর্থ জোনের সভাপতি রাশেদুজ্জামান, মুনা নিউইয়র্ক সাউথ জোনের সভাপতি মোহাম্মাদ এমদাদ উল্লাহ, মুনা লং আইল্যান্ড চ্যাপ্টারের সভাপতি আফজালুর নূর মুন, মুনা জ্যামাইকা ইস্ট চ্যাপ্টারের সভাপতি মাসুদ খান, মুনা জ্যামাইকা ওয়েস্ট চ্যাপ্টারের সেক্রেটারী শহীদুল ইসলাম প্রমুখ।  
মুনা নর্থ জোনের সেক্রেটারী মমিনুল ইসলাম মজুমদারের অনুষ্ঠানটি পরিচালনা করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মওলানা তোহা আমীন খান এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেন আরাফাত রহমান। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত একজন নারী কাফিস প্রতিষ্ঠায় দেয়া তার ২০ হাজার ডলারের কর্জে হাসানা পুরোপুরি অনুদান হিসেবে ঘোষণা দেন। অপর একজন নারী তার সোনার গহনা দান করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অনেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং সহযোগিতার আশ্বাস দেন। 
 

শেয়ার করুন: