শনিবার, ১৮ মে ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

হ্যামিল্টন হলে  পুলিশের গুলি ছিল ‘দুর্ঘটনাক্রমে’

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৯, ৩ মে ২০২৪

হ্যামিল্টন হলে  পুলিশের গুলি ছিল ‘দুর্ঘটনাক্রমে’

ছবি: সংগৃহীত

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হলে মঙ্গলবার ইসরাইলবিরোধী বিক্ষোভ ছত্রভঙ্গ করার সময় নিউইয়র্ক পুলিশ বিভাগের এক অফিসার ‘দুর্ঘটনাক্রমে’ গুলি করেছিলেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।

ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্রাগসের অফিসের মুখপাত্র ডগলাস কোহেন বলেন, ওই পুলিশ অফিসার কারো দিকে অস্ত্র তাক করেননি। গুলিতে কেউ আহত হয়নি।
গুলিটি দুর্ঘটনাক্রমে হয়েছিল বলে জানানো হয়েছে।
কোহেন বলেন, ডিএ’র পুলিশ অ্যাকাউন্টিবিলিটি ইউনিট গুলির ঘটনাটি তদন্ত করছে। ‘এ ধরনের ঘটনা পর্যালোচনা করা আমাদের নীতি।’
হ্যামিল্টন হলে অবস্থানরত বিক্ষোভকারী হটিয়ে দিতে শতাধিক পুলিশ সেখানে প্রবেশ করে। তবে এ সময় সাংবাদিকদের কাছাকাছি যেতে দেয়নি পুলিশ। সাংবাদিকরা দূর থেকেই দেখে যে স›েহভাজনকে জিপ-টাই হ্যান্ডকাফ পরিয়ে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে।
পুলিশি অভিযানের বডিক্যামের ফুটেজে দেখা গেছে, শিক্ষার্থীদের ব্যারিকেড ভাঙার সময় বেশ কয়েকজন পুলিশ অফিসার তাদের আগ্নেয়াস্ত্র বের করেছেন। 
কলম্বিয়অ বিশ্ববিদ্যালয় এবং নিউইয়র্ক সিটি ক্যাম্পাস থেকে ২৮০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়।
 

শেয়ার করুন: