শনিবার, ১৮ মে ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

রংপুরবাসীর বনভোজন ৭  জুলাই

নিউইয়র্ক

প্রকাশিত: ১৬:৩৫, ৩ মে ২০২৪

রংপুরবাসীর বনভোজন ৭  জুলাই

ছবি - নবযুগ

যুক্তরাষ্ট্র প্রবাসী রংপুরবাসী সকলকে একটি ব্যানার ও সংগঠনের নেতৃত্বের ছায়াতলে আনার লক্ষে গত ২৮ এপ্রিল, রোববার জ্যামাইকাস্থ কিং কাবাব রেস্টুরেন্ট এন্ড পার্টি হলে সকল পক্ষের প্রতিনিধীদের উপস্থিতিতে গোল টেবিল বৈঠক ও  মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় সম্মিলিত প্রবাসী রংপুরবাসীর বনভোজন ২০২৪ ইং নামে একটি বার্ষিক বনভোজন আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। পরে সকলের সমন্বয়ে একটি বনভোজন আয়োজন ও পরিচালনা কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সঈদ রহমান (লাবু ), শাহ্ মহম্মদ নজরুল ইসলাম, ডা: নাফিসুর রহমান (পিপুল ), মো: মোখলেছুর রহমান, মোহাম্মদ আবদুল্লাহ্ আরিফ, মো: আনোয়ারুল ইসলাম (আনু), মোহাম্মদ আরিফ হোসেন  (মিথুন ), মো: সারোয়ার জাহান ( সৈকত ), সৈয়দ আলী ( শুভ ), মোহাম্মেদ মিএাঁ ( দুলু ),  জাকিউল উদ্দিন ( উৎপল ), মো: জাহাঙ্গীর আলম, মো: নূরনবী মিয়া ( শিমুল ), শাহ্ মোহাম্মদ ফরিদ, মো: আবদুল মোতালেব, মো: রাজু আহম্মেদ ( জাদু ), মোহাম্মদ মশিউর রহমান, এ.বি.এম মিজানুল হাসান ( মিজান ), মো: মোহর খাঁন, মো: আব্দুর রকিব। 
বনভোজন আয়োজন ও পরিচালনা কমিটি হলো- উপদেষ্টা মন্ডলী  সঈদ রহমান লাবু, ( প্রধান উপদেষ্টা ), এ্যাড: মাহবুবুল আলম, মোহাম্মদ মশিউর রহমান, মাছুদ আলম মিঠু, এ্যাড: রেজাউল ইসলাম মুকুল, মো: নূর ইসলাম বর্ষন ।
আহ্ববায়ক এ,বি,এম মিজানুল হাসান, মোহাম্মেদ মিএাঁ (দুলু ), আসেফ বারী টুটুল, যুগ্ম আহ্ববায়ক               মোহাম্মদ আবদুল্লাহ্ আরিফ, মো: জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আরিফ হোসেন  ( মিথুন ),  ডা: নাফিসুর রহমান ( পিপুল),  মো: রাজু আহম্মেদ (জাদু ),  মো: আব্দুর রকিব,  শাহ্ মোহাম্ মদ ফরিদ, সদস্য সচিব               মো: আবদুল মোতালেব, জাকিউল উদ্দিন ( উৎপল ), উজ্জল রায়, প্রধান সমন্বয়কারী:  শাহ্ মো: নজরুল ইসলাম
সমন্বয়কারী:- মো: মোখলেছুর রহমান, মো: আনোয়ারুল ইসলাম ( আনু ), সৈয়দ আলী ( শুভ ), মো: রবিউল ইসলাম ( স্বপন ), মো: মোহর খাঁন, মো: আব্দুল কুদ্দুস মিয়াঁ, ( কানন ), মো: রহিমউজ্জামান ( সুমন ), হাসান আবু সাঈদ বিদ্যুৎ, মো: নূরনবী মিয়া ( শিমুল ), মো: আব্দুল জলিল মিয়া, মো: গোলাম আযম, মিলন কুমার রায়, মাহবুব হোসেন, সাদিউর রহমান সাদী, মিজানুর রহমান লেবু, জোবায়দুর রহমান মিঠু, মো: নূর আলম সিদ্দিকী, রাকীব উদ্দিন টিপু, তানভীর আবেদ নীল, প্রিন্স রায়হান, মীর মামুনুর রশীদ, মো: আনোয়ার হোসেন জিন্নাহ। সভায় সিদ্ধান্ত হয়েছে লং আইল্যান্ডের ব্যাথপেজ স্টেট পার্কে আগামী ৭ জুলাই, রোববার এ  বনভোজন অনুষ্ঠিত হবে। 
 

শেয়ার করুন: