মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

আলোচনায় ভিসা নীতি: বাদ যাবে না গণমাধ্যমও

ঢাকা অফিস

প্রকাশিত: ২৩:১৮, ২৪ সেপ্টেম্বর ২০২৩

আলোচনায় ভিসা নীতি: বাদ যাবে না গণমাধ্যমও

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস

এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিকে অবস্থান করা অবস্থায় এ নীতি প্রয়োগের ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে ৪১৭ জনের একটি তালিকা প্রকাশের কথা শোনা যাচ্ছে।

তবে ব্যক্তি ও প্রতিষ্ঠানের পর এবার মার্কিন যুক্তরাষ্ট্র বলছে- সরকার, বিরোধী দল ও আইনশৃঙ্খলা বাহিনীর পর আগামীতে গণমাধ্যমও যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে যুক্ত হবে। 

রবিবার ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার ডি হাস  একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছেন। 

এর আগে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করবে তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাদানকারী ব্যক্তি ও সহায়তাকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা।

যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ উপায়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে জানানো হয়।

শেয়ার করুন: