মঙ্গলবার, ০৭ মে ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

কিউ গার্ডেন্সে ‘সাশ্রয়ী  অ্যাপার্টমেন্ট’ : ভাড়া  ৩,১৪০ ডলার

নবযুগ ডেস্ক

আপডেট: ০০:১৯, ২৩ ডিসেম্বর ২০২৩

কিউ গার্ডেন্সে ‘সাশ্রয়ী  অ্যাপার্টমেন্ট’ : ভাড়া  ৩,১৪০ ডলার

ছবি: সংগৃহীত



বলা হচ্ছে, কুইন্সের সাশ্রয়ী অ্যাপার্টমেন্ট। অথচ এক বেডরুমের এসব অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া ৩,১৪০ ডলার।

নিউইয়র্ক সিটি হাউজিং কানেক্ট কিউ গার্ডেন্সে একটি নতুন আটতলাবিশিষ্ট ৫১ ইউনিটের ১৬টি ‘সাশ্রয়ী অ্যাপার্টমেন্টের’ জন্য লটারি উদ্বোধন করেছে।
৮১-০৭ কিউ গার্ডেন্সে অবস্থিত ভবনটি নির্মাণ করেছে এফবিএল ডেভেলপমেন্ট। এর মধ্যে রয়েছে জিম, রুফটপ টেরেসসহ অনেক সুযোগ-সুবিধা।
ইউনিটগুলো ওই এলাকার গড় আয়ের (এএমআই) ১৩০ ভাগের মধ্যে থাকা অধিবাসীদের জন্য করা হয়েছে। পরিবারের আকারের ভিত্তিতে যাদের সম্ভাব্য আয় ১০৭,৬৫৮ ডলার থেকে ১৯৮,২৫০ ডলার, তাদের থাকার জন্যই এই উদ্যোগ।
লটারিতে ১১টি এক বেডরুমের অ্যাপার্টমেন্ট থাকবে। এগুলোর ভাড়া হবে ৩,১৪০ ডলার। যাদের আয় ১০৭,৬৫৮ ডলার থেকে ১৬৫,২৩০ ডলার, তাদের জন্য থাকবে এগুলো।
এছাড়া পাঁচটি ুই বেডরুমের অ্যাপার্টমেন্টও লটারিতে তোলা হচ্ছে। এগুলোর মাসিক ভাড়া হবে ৩,৭৫৩ ডলার। যেসব ব্যক্তি ও পরিবারের আয় ১২৮,৬৭৫ থেকে ১৯৮,২৫০ ডলার, তারে জন্য বরাদ্দ থাকবে এসব অ্যাপার্টমেন্ট। আধুনিক সব সুযোগ-সুবিধা থাকছে অ্যাপার্টমেন্টগুলোতে।
আগামী বছরের ৫ জানুয়ারি পর্যন্ত লটারির জন্য আবেদন করা যাবে।
 

শেয়ার করুন: