শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্কে পারিবারিক সহিংসতা 

বিতর্কিত অবস্থান থেকে  সরে এলেন মামদানি

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৯, ২১ নভেম্বর ২০২৫

বিতর্কিত অবস্থান থেকে  সরে এলেন মামদানি

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এখন বলছেন, নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) ঘরোয়া সহিংসতার ঘটনাগুলোতে সাড়া দেওয়ার দায়িত্ব থাকা উচিত। এই বক্তব্যের মাধ্যমে তিনি তার অতীতের বিতর্কিত মন্তব্য থেকে সরে এসেছেন।

মামদানি তার নতুন ঘোষিত পুলিশ কমিশনার জেসিকা টিশের সাথে প্রথমবারের মতো প্রকাশ্যে আসার প্রেক্ষাপটে এই মন্তব্য করলেন।
তার প্রস্তাবিত নতুন ডিপার্টমেন্ট অফ কমিউনিটি সেফটি এ ধরনের ৯১১ কলগুলো সামলাবে কিনা- এমন প্রশ্নের জবাবে মামদানি বলেন, ‘প্রচারণার সময় আমরা যে প্রস্তাব দিয়েছি, তার অংশ এটি ছিল না।’
তিনি আরো বলেন, ‘আমরা যা বলেছিলাম তা হলো, কর্মকর্তাদের প্রতি বছর আসা দুই লাখ মানসিক স্বাস্থ্যজনিত কলে সাড়া দিতে বলাটা অযৌক্তিক।’
৩৪ বছর বয়সী মামদানি মেয়র নির্বাচনের প্রচারণার সময় ২০২০ সালের একটি পুরনো পডকাস্ট সাক্ষাৎকারের কারণে সমালোচিত হয়েছিলেন। এতে তিনি বলেছিলেন যে ‘পরিস্থিতির আরো আরো অবনতির’ আশঙ্কায় পুলিশের ঘরোয়া সহিংসতার রিপোর্টে সাড়া দেওয়া উচিত নয়।
তিনি ‘ইমিগ্রান্টলি’ পডকাস্টে বলেছিলেন, ‘যদি কেউ বেঁচে থাকার জন্য ঘরোয়া সহিংসতার মধ্য দিয়ে যায়– এমন অনেক ভিন্ন ভিন্ন পরিস্থিতি আছে যা বন্দুকধারী একজন ব্যক্তির চেয়ে সেই নির্দিষ্ট পরিস্থিতিগুলো মোকাবেলা করার জন্য প্রশিক্ষিত ব্যক্তিদের মাধ্যমে অনেক ভালোভাবে সামলানো যেতে পারে, যিনি সাধারণভাবে খুব সীমিত প্রশিক্ষণ পেয়েছেন, এবং এই নির্দিষ্ট পরিস্থিতিগুলোর ক্ষেত্রেও।’
এই ডেমোক্র্যাটিক সমাজতান্ত্রিক নেতার স্বাক্ষর বহনকারী জননিরাপত্তা প্রচারণার মূল ভিত্তি ছিল ‘ডিপার্টমেন্ট অফ কমিউনিটি সেফটি’ তৈরি করা, যা গৃহহীনতা এবং মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোতে শহর যেভাবে সাড়া দেয় তার আমূল পরিবর্তন ঘটাবে, যাতে পুলিশ এই ধরনের কলগুলোতে প্রথম সাড়াদানকারী হিসেবে কাজ না করে।
তিনি এই সংস্থার খরচ মেটানোর জন্য এনওয়াইপিডির ওভারটাইম বাজেট কমানোর প্রস্তাব করেছেন। কিন্তু ১.১ বিলিয়ন ডলারের নতুন এই ব্যবস্থার বাস্তব প্রয়োগ কিভাবে হবে, এবং এনওয়াইপিডি থেকে যদি কোনো সম্পদ নেওয়া হয়, তবে তার পরিমাণ কত হবে- তা এখনো অস্পষ্ট।
ঘরোয়া সহিংসতার কলে মামদানি তার অবস্থান পরিবর্তন করলেন টিশের সাথে প্রকাশ্যে আসার পরে, দ্য পোস্ট এই খবর প্রকাশ করার মাত্র কয়েক ঘণ্টা পরে যে, এই দু’জন বেশ কয়েকটি ইস্যুতে উল্লেখযোগ্যভাবে বিপরীত অবস্থানে থাকা সত্ত্বেও শীর্ষ পুলিশ কর্মকর্তা তার পদে বহাল থাকবেন।
 

শেয়ার করুন: